সুয়েব রানা, সিলেট : সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আবারও সফলতা দেখিয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ দুটি পরিবহন জব্দ করা হয়েছে।
অভিযানের সময় ভারতীয় উৎপাদিত বিভিন্ন বিলাসবহুল পণ্য যেমন- লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড, ফিয়ামা ব্র্যান্ডের সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, চিনি, ফুচকা, শুটকি ও পান আটক করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি টাকা।
অভিযান শেষে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ চোরাচালান রোধে নিয়মিতভাবে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। আমাদের এই নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই আজকের এই বড় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত পণ্যসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সিলেট অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।