নাচের স্টেপ ভুলে যাওয়ার পরই জায়েদ খানের এই ডিগবাজির শুরু!

জায়েদ খান

বিনোদন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমটা অদ্ভুতুড়ে ঠেকলেও জায়েদ খান এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন।

জায়েদ খান

কবে, কখন ও কীভাবে এই ‘মুদ্রা’ প্রথম মঞ্চায়িত হয়েছিল তাই এবার জানা গেল। জানা যায়, জায়েদ খানের ‘হীরকধার’ মস্তিষ্কের তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই এই ডিগবাজির উৎপত্তি।

তিনি জানান, একটি অনুষ্ঠানে মঞ্চে নাচতে গিয়ে পরিকল্পনা ছাড়াই ডিগবাজি দিয়ে দেন। আর সেটিই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ডিগবাজির প্রসঙ্গে বারবার আলোচনায় উঠে এসেছেন জায়েদ খান। এটা হয়ে গেছে তাঁর পারফরম্যান্সের প্রধান অনুষঙ্গ।

গতকাল (৮ ডিসেম্বর) রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তথ্যগুলো জানান জায়েদ খান।

তিনি বলেন, ‘ডিগবাজি তো মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াত তখন কি তিনি জানতেন, এটাই হতে যাচ্ছে তাঁর সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারো জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দিইনি।’

প্রথম কবে এটি শুরু জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই, তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতায় চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দিই।’

চলচ্চিত্রের চেয়েও জায়েদ খান বেশি আলোচিত হয়েছেন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে তার ভাবনার কথা জানালেন তিনি।

বন্দরের খালাসি থেকে রাজত্ব কায়েম, নতুন সিরিজে মোশাররফ করিমবন্দরের খালাসি থেকে রাজত্ব কায়েম, নতুন সিরিজে মোশাররফ করিম
বললেন, ‘আমার পোস্টে থাকাটা জরুরি নয়। কাজ করা জরুরি। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাই। সেটা ডিপজল-রুবেল ভাইদের সঙ্গে। তারা যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। মিশা ভাইসহ আরো যারা সিনিয়র ভাইয়েরা আছেন, তাঁরা যে সিদ্ধান্ত নেবেন আমি সেভাবেই মেনে চলব। শুনেছি ডিপজল ভাই ও মৌসুমী আপু মিলে প্যানেল সাজাবেন। যদি তাই হয় তাহলে আমি তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করব। এ ছাড়া প্যানেল তো একা হয় না। ২১ জনের প্যানেলে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই মেনে নেব।’