বিনোদন ডেস্ক : মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়্যালিটি শোতে গান গেয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী। সেখানে এক নামী সঙ্গীত পরিচালক তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী। তারপর যা ঘটে গায়িকার জীবনে, নিজেই জানিয়েছেন সবটা।
মা পাশে রয়েছেন সারাজীবন। সেই কারণে অনেকগুলো বছর ধরে চুটিয়ে গান গেয়ে চলেছেন গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্য়ায়। প্রায় দু’দশক সময় ধরে ইন্ডাস্ট্রিতে গান গাইছেন তিনি। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা তাঁর। মেয়ে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করবে, গান বাজনা করবে, তা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মা।
মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়্যালিটি শোতে গান গেয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী। সেখানে এক নামীর সঙ্গীত পরিচালক তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী। তারপর যা ঘটে গায়িকার জীবনে, নিজেই জানিয়েছেন সবটা।
একটি পাবলিক প্ল্যাটফর্মে সেই অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন উজ্জয়িনী। বলেছিলেন, “রাত সাড়ে ১২টার সময় মানুষটা আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছিলেন। তারপর আমি হতচকিত হয়ে যাই।
তিনি ভাঙা-ভাঙা হিন্দিতে কথা বলছিলেন। হঠাৎই আমার বাবার বয়সি লোকটা আমাকে বলেন, আই লাভ ইউ (পড়ুন, ‘আমি তোমাকে ভালবাসি’)। আমি কিচ্ছু বলিনি সঙ্গে-সঙ্গে। খানিক বিরতি নিয়ে বলেছিলাম, আই রেসপেক্ট ইউ (পড়ুন ‘আমি আপনাকে সম্মান করি’)। ব্যাস, আর আমাদের কথা হয়নি।
মাস খানেক পর আমাদের আবারও কথা হয় এবং দেখি সেই নামকরা সঙ্গীত পরিচালক ১৮০ ডিগ্রি পাল্টে গিয়েছেন। তিনি আমাকে সত্যিই তাঁর ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই ঘটনার পর আমি বুঝতে পারি ইন্ডাস্ট্রিতে সম্মানের সঙ্গে কীভাবে কাজ করতে হয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।