জুমবাংলা ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। এক মামলায় তানভীর ইমামের বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ এনেছে দুদক।
এমপি হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।
অন্য মামলায় তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়েছে। তানভীর এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
আরেক মামলায় তানভীর ইমামের কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলাতেও তানভীর ইমামকে আসামি করা হয়েছে। এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।