বিনোদন ডেস্ক : সদ্যই প্রকাশ্যে এসেছে ভারতের সবচেয়ে বিত্তশালী অভিনেতাদের নাম। আর সেখানে সবার উপরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। অন্যান্যরা কে কোথায় আছেন চলুন দেখা যাক।
ফোর্বসের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। সেখান থেকে জানা যায়, ভারতের সবথেকে বেশি আয় করা ১০ অভিনেতার নাম। সেখানে জায়গা করে নিয়েছেন বলিউড এবং দক্ষিণের অভিনেতারা।
বলাই বাহুল্য এই তালিকায় সবার উপরে আছেন শাহরুখ খান। তাও সবার থেকে অনেকটা মার্জিনে এগিয়ে। এরপর এই তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান, আমির খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রজনীকান্ত, প্রমুখ।
শাহরুখ খান প্রায় ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করে গত বছর পর পর তিনটি সুপার ডুপার হিট উপহার দিয়েছিলেন। জওয়ান এবং পাঠান তো বিশ্বজুড়ে প্রায় ২০০০ কোটি টাকার উপর আয় করেছিল। ডাঙ্কি ছবিটিও মোটের উপর ভালোই ব্যবসা করেছিল। আর এই সবটা মিলিয়েই ভারতের সবথেকে বিত্তশালী অভিনেতার জায়গায় শাহরুখ পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তার মূল সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি টাকা!
সালমান খানের মোট সম্পত্তি হল ২ হাজার ৯০০ কোটি টাকার। এরপরই আছেন অক্ষয় কুমার। তবে সম্পত্তির পরিমাণ হল ২ হাজার ৫০০ কোটি টাকা। আমির খান ১৮৬২ কোটি টাকার মালিক। জোসেফ বিজয় ৪৭৪ কোটি টাকার সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি টাকার সম্পত্তি।
‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হল ৩৫০ কোটি টাকা। প্রভাসের ২৪১ কোটি টাকার সম্পত্তি আছে। অজিত কুমারের আছে ১৯৬ কোটি টাকার সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার সম্পত্তির হিসেব ১৫০ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।