আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ ধনকুবেরের তালিকা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। একই সঙ্গে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিনডা ফাউন্ডেশনে আরও ২০ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ফাউন্ডেশনে দান করা অর্থ মহামারি ও ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহৃত হবে।
বৃহৎ এই দাতব্য সংস্থার বার্ষিক সহযোগিতার পরিমাণ ২০২৬ সালের মধ্যে ৫০ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন থেকে ৯ ডলারে উন্নীত হবে।
২০ বছর আগে বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলেন্ডা গেটস মিলে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটিকে বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থা হিসেবে বিবেচনা করা হয়।
২০২১ সালে মে মাসে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েবিচ্ছেদ হয়।
বর্তমানে সংস্থাটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মতো জটিল সমস্যাগুলো স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গসমতা ও দারিদ্র্য বিমোচন খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।
ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সের তথ্য অনুসারে, বিল গেটসের সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন ডলার। বর্তমানে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনকুবেরের মধ্যে চতুর্থ। তবে তিনি চিরকালের জন্য কখনো শীর্ষ ধনীর অবস্থান ধরে রাখতে চান না।
বুধবার (১৩ জুলাই) একটি ব্লগ পোস্টে গেটস লিখেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা থেকে আমি বেরিয়ে আসব এবং আমি বাদ পড়ব। জীবনমান উন্নয়নে সমাজে আমার সম্পদগুলো দান করার বাধ্যবাধকতা রয়েছে। আমি আশা করি, অন্য ধনকুবেররাও এই উদ্যোগ নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।