জুমবাংলা ডেস্ক : ইতিহাস এমন একটা বিষয় যা থেকে অতীতে ঘটে যাওয়া অনেক কিছু জানা যায়। আজকাল মহারাজ শিবাজীর অস্ত্র ‘বাঘনখ’ খবরের শিরোনামে এসেছে। আসলে ব্রিটিশ লুণ্ঠনকারীরা তাদের দেশে এটি নিয়ে গিয়েছিল। এবার তা পুনরায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। যাইহোক এই প্রতিবেদনে কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ জানেন মহারাণা প্রতাপের (Maharana Pratap) ঘোড়ার নাম কী ছিল?
উত্তরঃ মহারাণা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক। হলদিঘাটের যুদ্ধের চেতক নিজে আহত হলেও মহারাণাকে বাঁচিয়ে দিয়েছিলেন আর এই ঘটনায় সে মারা যায়।
২) প্রশ্নঃ আমাদের শরীরে উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থটি?
উত্তরঃ অ্যাড্রিনালিন গ্রন্থি।
৩) প্রশ্নঃ সোলার সিস্টেম কে আবিষ্কার করেন?
উত্তরঃ বিজ্ঞানী কোপার্নিকাস (Copernicus)।
৪) প্রশ্নঃ কাকোরি ষড়যন্ত্র মামলা (Kakori conspiracy) কবে হয়েছিল?
উত্তরঃ ১৯২৫ সালের ৯ আগস্ট।
৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ (Dhaner Gola) বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ পূর্ব বর্ধমান জেলাকে।
৬) প্রশ্নঃ অক্সিজেন (Oxygen) কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জোসেফ প্রিস্টলি।
৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তরঃ ডঃ বিধান চন্দ্র রায় (Dr. Bidhan Chandra Roy)।
৮) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়?
উত্তরঃ বারাণসী শহরকে।
৯) প্রশ্নঃ ভারতীয় ক্যান্সার গবেষণাগারটি (Indian Cancer Laboratory) কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাইতে।
১০) প্রশ্নঃ শিবাজী (Shivaji) তার ধারালো অস্ত্র ‘বাঘনখ’ (Baghnakh) দিয়ে কার বুক চিরে ছিলেন?
উত্তরঃ আফজল খাঁ (Afzal Khan) বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে শিবাজী মহারাজকে হত্যা করার ফন্দি আঁটে। কিন্তু শিবাজীও সেই পরিকল্পনার আঁচ পেতেই তার ধারালো অস্ত্র ‘বাঘনখ’ দিয়ে আফজল খাঁ-র বুক বিদীর্ণ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।