‘সাধ্যের বাজারে’ ছয়শ টাকার পণ্য ৪৫০ টাকায়!

জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাধ্যের বাজারে চিনি, লবণ, ছোলা, ডাল, পেঁয়াজ, আলুসহ সাত ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করা হচ্ছে। এসব পণ্যের বাজারমূল্য ছয়শ টাকা বলে জানা গেছে।

বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ‘সাধ্যের বাজার’ নামে স্বেচ্ছাসেবী এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

আল আমিন বারীয়া দরবার শরীফ থেকে পরিচালিত তোহফা ফর ম্যানকাইন্ডের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন ও শাহজালাল ইসলামী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ম্যানেজার গাজী গোলাম রাব্বী।

এছাড়া এ বিক্রয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন তোহফা ফর ম্যানকাইন্ডের সদস্য মো. ফখরুল ইসলাম, মো. আল আমিন, নিরঝু খান রিয়াদ, হাবিবুল বারী, নুরুল ইসলাম, কারি মিনহাজুল ইসলাম, মো. ছাইয়েদ প্রমুখ।

জানা গেছে, প্রথম দিনে সাধ্যের বাজার থেকে ২০০ জন ক্রেতা তাদের কাছ থেকে পণ্য কিনে নেন। এতে রয়েছে এক কেজি চিনি, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি পেঁয়াজ, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণসহ সাত ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য; যার বাজার মূল্য ৬০০ টাকা। তারা ১৫০ টাকা কমে সব শ্রেণি-পেশার ক্রেতাদের কাছে এসব পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করছেন। তোহফা ফর ম্যানকাইন্ডের স্বেচ্ছাসেবী এ বিক্রয় কেন্দ্র মাসব্যাপী তাদের এ সেবা দিয়ে যাবেন।

৭০ বছর বয়সে সিঙ্গেল থেকে ডাবল হবার কারণ জানালেন শওকত আলী