দৌড়ে রান করার চেয়ে ছক্কা বেশি মারেন যেসব ব্যাটসম্যান

ছক্কা হাঁকানোর

স্পোর্টস ডেস্ক: টেস্ট মানেই তো পরীক্ষা। তার মানে টেস্ট ক্রিকেট বলতে ক্রিকেটের পরীক্ষাই বোঝায়। ক্রিকেটবোদ্ধাদের কাছে এটি প্রকৃত ক্রিকেট হিসেবেই পরিচিত। টেস্ট খেলার মাধ্যমে কোন দলের খেলার যোগ্যতা, সহনশীলতা, মানসিক ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। স্বয়ং শচীন টেন্ডুলকার যেমন বলেন, টেস্ট ক্রিকেটটা জীবনের মতই।

ক্রিকেটের তিনটি ঘরানার মধ্যে টেস্ট ক্রিকেটকে সবচেয়ে কঠিন ঘরানা হিসেবে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে এই ঘরানায় সফল হওয়ার জন্য একজন ক্রিকেটারের অপরিসীম ধৈর্য ও একাগ্রতা প্রয়োজন। ধৈর্য্য দেখানো দরকার হলেও এই ঘরানায় ব্যাটাররা অধিকাংশ রান সংগ্রহ করেন বাউন্ডারির মাধ্যমে।

তাছাড়া সিঙ্গেলস ও ডাবলসের মাধ্যমেও স্কোর করেন। তবে, সাধারণত টেস্টে ছক্কার সংখ্যা কম দেখা যায়। তবে, ক্রিস গেইল, বীরেন্দ্র শেবাগ এবং ব্রেন্ডন ম্যাককালামের মতো খেলোয়াড়ও আছেন যারা টেস্ট ক্রিকেটেও স্রোতের বিপরীতে গিয়ে ছক্কা হাঁকানোর অনুরাগী ছিলেন।

একালেও এমন কিছু ব্যাটার আছেন, যারা সাদা পোশাকে দৌড়ে রান করার চেয়ে ছক্কা হাকানোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

বেন স্টোকস ( ৯২ টি ছক্কা)

৯২ টি ছক্কা নিয়ে তালিকায় শীর্ষ অবস্থানে আছেন ইংরেজ ক্রিকেটার বেন স্টোকস। তিনি সদ্য ঘোষিত ইংল্যান্ড দলের অধিনায়কও তিনি। চলমান ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ড ব্যাট করছে। বেন স্টোকস নিজের ছক্কার রেকর্ডকে ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়াটা কেবল সময়ের অপেক্ষামাত্র। কে জানে, হয়তো ছক্কার শতকও ছুয়ে ফেলবেন তিনি।
ছক্কা হাঁকানোর
টিম সাউদি ( ৭৫ টি ছক্কা)

নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি এই ঘরানায় নিজের ঝুলিতে ৭৫ টি ছক্কার রেকর্ড রেখে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সম্প্রতি বেন স্টোকস তাকে ছাড়িয়ে গেছেন। টিম সাউদির অভিষেক ঘটে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৮ সালের ২২ মার্চ। বোলার হওয়ার পরও তাঁর এই তালিকায় নাম থাকাটা বিস্ময়কর ব্যাপার।

অ্যাঞ্জেলো ম্যাথুস (৭৪ টি ছক্কা)

এই ঘরানায় ৭৪ টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি বর্তমানে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার ইতিহাসে সর্বোচ্চ স্কোরার এবং সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের ইনিংস তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। টানা দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন এই কিংবদন্তি।

রোহিত শর্মা (৬৪ টি ছক্কা)

রোহিত শর্মা তাঁর অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। একসময় সাদা বলের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত রোহিত বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতের ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে নামেন।

ভারতের টেস্ট দলের নেতৃত্বের গুরুদায়িত্বও তাঁর কাঁধে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২১ এর মৌসুমে রোহিত শর্মা ভারতের হয়ে ১২০০ এর বেশি রান করেছেন। টেস্টে তাঁর ছক্কার ছক্কা ৬৪ টি।

ডেভিড ওয়ার্নার (৬১ টি ছক্কা)

অস্ট্রেলিয়ান এই বাঁ-হাতি ব্যাটার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬১ টি ছক্কা নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। টেস্ট ক্রিকেটটাকেও তিনি মোটামুটি ওয়ানডের স্টাইলেই খেলেন। আর সেটা করেই প্রচুর রান করেছেন ক্রিকেটের সবচেয়ে কঠিন এই ফরম্যাটে।

৬) রবীন্দ্র জাদেজা – (৫৫ টি ছক্কা)

ভারতীয় এই অলরাউন্ডার ৫৫টি ছক্কা মেরে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ক্রিকেটের সব ঘরানায় তিনি নামকরা অলরাউন্ডারদের মধ্যে একজন। বিশ্ব অলরাউন্ডারের তালিকায় সর্বদা সেরা পাঁচে অবস্থান করেন তিনি, ফরম্যাট যাই হোক না কেন।

টেস্ট অনেকটা শান্ত প্রকৃতির খেলা হলেও ছক্কাবিহীন টেস্ট ম্যাচ হয়ে যেত অনেকটা শুকনো নিরামিষ ভোজের মতো। মাঝেমধ্যে ব্যাটাররা চার- ছয়ের আসর জমাবেন, আর আপনি আমি ড্রয়িংরুমে বসে আনন্দে লাফিয়ে উঠব – এটাই তো ক্রিকেটের আসল উত্তেজনা।

দেড় বছরে সামনের দুটি বিশ্বকাপই জিততে চান বাবর আজম