জুমবাংলা ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় চাকরি প্রার্থীদের স্কিল টেস্ট ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব প্রার্থীরা ইতোমধ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই স্কিল টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিবর্তিত পরিপ্রেক্ষিতে স্কিল টেস্টের সূচি পরিবর্তন হলে তা বোয়েসেলে ফেসবুক পেজ বা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর জন্য কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করে বোয়েসেল। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে এ চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে প্রতি বছর দেশটিতে দক্ষ কর্মী পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।