Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : র্যাম্পে হেঁটে আসছেন একের পর এক মডেল। নানা রকম সাজ। বিলাসবহুল পণ্যের একটি ব্র্যান্ডের শীতকালীন ফ্যাশন উইক। নানা ধরনের লোকের সমাগম। সেখানকার একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই শুরু হল চর্চা।
এত উত্তেজনার কারণ কী? কী এমন সাজ দেখা গেল সেখানে? এক মডেলের পরনে রয়েছে কালো রঙের চামড়ার জ্যাকেট। কিন্তু নিম্নাঙ্গে ওটা কী?
মন দিয়ে দেখলে বোঝা যাবে, কোমরের নীচের অংশ ঢাকা আছে শুধুই চামড়ার মোটা বেল্ট দিয়ে। স্কার্ট বা প্যান্ট নেই। ভেলক্রো দিয়ে আটকানো বেল্টটি বহরে এক হাতও চওড়া নয়।
বিলাসবহুল ব্র্যান্ড ‘ডিজ়েল’-এর এ বছরের শীতকালীন ফ্যাশনের বিভিন্ন জিনিসের একটি হল এই চামড়ার বেল্টটি। যার দাম ভারতীয় মূল্যে প্রায় ৭৫ হাজার টাকা।
মিনি স্কার্টের বিকল্প কি এখন এমন বেল্ট? ফ্যাশন শোয়ের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।