নিম্নাঙ্গে মিনি স্কার্টের জায়গায় শুধুই বেল্ট, দাম যত টাকা

skirt

আন্তর্জাতিক ডেস্ক : র‌্যাম্পে হেঁটে আসছেন একের পর এক মডেল। নানা রকম সাজ। বিলাসবহুল পণ্যের একটি ব্র্যান্ডের শীতকালীন ফ্যাশন উইক। নানা ধরনের লোকের সমাগম। সেখানকার একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই শুরু হল চর্চা।

skirt

এত উত্তেজনার কারণ কী? কী এমন সাজ দেখা গেল সেখানে? এক মডেলের পরনে রয়েছে কালো রঙের চামড়ার জ্যাকেট। কিন্তু নিম্নাঙ্গে ওটা কী?

মন দিয়ে দেখলে বোঝা যাবে, কোমরের নীচের অংশ ঢাকা আছে শুধুই চামড়ার মোটা বেল্ট দিয়ে। স্কার্ট বা প্যান্ট নেই। ভেলক্রো দিয়ে আটকানো বেল্টটি বহরে এক হাতও চওড়া নয়।

বিলাসবহুল ব্র্যান্ড ‘ডিজ়েল’-এর এ বছরের শীতকালীন ফ্যাশনের বিভিন্ন জিনিসের একটি হল এই চামড়ার বেল্টটি। যার দাম ভারতীয় মূল্যে প্রায় ৭৫ হাজার টাকা।

এশিয়ার র‍্যাংকিংয়ে বাংলাদেশের ১৪ বিশ্ববিদ্যালয়

মিনি স্কার্টের বিকল্প কি এখন এমন বেল্ট? ফ্যাশন শোয়ের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা।