বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কোডা নতুন ইলেকট্রিক কার আনছে। যার মডেল স্কোডা এনাক ইভি। ইতিমধ্যে এই গাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে।
চেক প্রজাতন্ত্রে অবস্থিত সংস্থার প্রধান উৎপাদন কেন্দ্রেই এই এই বৈদ্যুতিক এসইউভি গাড়িটি অ্যাসেম্বল করা হচ্ছে।
এনাক হলো স্কোডার দ্বিতীয় গাড়ি, যা মডার্ন সলিড ডিজাইন অনুসরণ করে তৈরি হয়েছে। স্কোডার এলরক মডেলেও এই নকশা ব্যবহার করা হয়েছে।
এদিকে ভক্সওয়াগেন এজির অধীন স্কোডা ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে।
স্কোডা এনাক ইভি: ব্যাটারি, পাওয়ার ও রেঞ্জ
স্কোডা এনাক ইভিতে দুইটি ব্যাটারি অপশন এবং তিনটি পাওয়ারট্রেন বিকল্প দেওয়া হয়েছে। এনাক ৬০ এবং এনাক ৮৫ মডেলগুলোতে একটি সিঙ্গেল ইলেকট্রিক মোটর ও রিয়ার-হুইল ড্রাইভ রয়েছে। অন্যদিকে, এনাক ৮৫এক্স মডেলে সামনের দিকে একটি অতিরিক্ত ইলেকট্রিক মোটর রয়েছে, যা অল-হুইল ড্রাইভ সক্ষমতা প্রদান করে।
গাড়ির পাওয়ার আউটপুট ২০৪ বিএইচপি থেকে ২৮৬ বিএইচপি পর্যন্ত হতে পারে। ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে, এনাক ক্যুপ মডেল সর্বোচ্চ ৫৮৭ কিমি রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড এনাক মডেল সর্বোচ্চ ৫৭৭ কিমি রেঞ্জ দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।