লাইফস্টাইল ডেস্ক : মানবদেহের সবচেয়ে মূল্যবান অঙ্গটি হলো চোখ, আর এই শরীরের এই বিশেষ অঙ্গটি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন। তারা জানতে চান চোখ মানবদেহে কিভাবে কাজ করে। এই গবেষণা থেকেই বিভিন্ন রোগ ও তার নিরাময় এবং নতুন ধরনের অনেক কিছুই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে তেমনই একটা বিষয়ের কথা জেনে নেওয়া যাক।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পরিষ্কার আকাশের দিকে তাকালে সাদা সুতোর মতো কিছু ভেসে ভেসে যাচ্ছে! আবার কেউ কেউ মনে করেন চোখের উপরে কোন কৃমি জাতীয় জীবাণু ভেসে বেড়াচ্ছে। একসময় একে চোখের রোগ বলে মনে করা হতো। কিন্তু এটা কোন রোগ নয়, আসলে এটি চোখেরই একটি বিশেষ অংশ।
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে এবং এতে বলা হয়েছে প্রায় প্রতিটি মানুষ যখন চোখ ঘষেন তখন তারা সাদা সুতোর মতো পদার্থ দেখতে পান। অনেকেই মনে করেন চোখের ভিতর বোধ হয় কোন কৃমি জাতীয় পদার্থ রয়েছে। এই নিয়ে কেউ কেউ ঘাবড়ে যান।
আসলে, আমরা যখনই আমাদের চোখ ঘষি বা পরিষ্কার আকাশের দিকে তাকায় তখন চোখের ভিতরে অবস্থিত শ্বেত রক্তকণিকা দেখতে পাই। তখন একেই আমরা কৃমি জাতীয় কোন পদার্থ ভেবে বিভ্রান্ত হয়ে পড়ি। চোখের উপর ভাসমান এই তন্তু গুলোর বৈজ্ঞানিক নাম আই ফ্লোটার। আসলে, এগুলি আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা।
শ্বেত রক্তকণিকাগুলি দেখতে অনেকটাই পরজীবীর মতো, কিন্তু বাস্তবে এগুলি দেখতে অনেকটা পরজীবীর মত। কিন্তু এগুলি আসলে দেহের কোষ। প্রসঙ্গত, শ্বেত রক্তকণিকা মানব দেহের যেকোনও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আবার এই কোষের ঘাটতি হলে তা থেকে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।