আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৫ এপ্রিল, শুক্রবার ভোরে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য, যেটি দেখতে হবে একেবারে ‘স্মাইলি ফেস’ এর মতো। এই দিনে একসঙ্গে আকাশে একটি সরল রেখায় ভেসে উঠবে শুক্র গ্রহ (Venus), শনি গ্রহ (Saturn) এবং এক টুকরো বাঁকা চাঁদ।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, এ ধরনের ঘটনা পরিচিত ‘ট্রিপল কনজাংশন’ নামে। সেই দিন শুক্র গ্রহ থাকবে এক চোখের জায়গায়, শনি গ্রহ থাকবে আরেক চোখের জায়গায়, আর বাঁকা চাঁদটি থাকবে একটি হাসিমুখের ঠোঁটের মতো। ফলে পুরো দৃশ্যটি হবে এক অদ্ভুত সুন্দর, স্বর্গীয় ‘স্মাইলি ফেস’-এর মতো।
নাসার সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন জানান, শুক্র থাকবে পূর্ব আকাশের একটু ওপরে, শনি থাকবে তার একটু নিচে এবং চাঁদ থাকবে একটু উত্তরে। এই তিনটি উজ্জ্বল বস্তু মিলে তৈরি করবে এক অনন্য দৃশ্য।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই এটি দেখা সম্ভব, যদি আকাশ পরিষ্কার থাকে এবং পূর্ব দিগন্ত স্পষ্ট দেখা যায়। সূর্য ওঠার প্রায় এক ঘণ্টা আগে এই দৃশ্যটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তাই যারা দেখতে চান, তাদের সেই ভোরে পূর্ব আকাশের দিকে নজর রাখতে হবে।
শুক্র ও শনি গ্রহ খালি চোখেও দেখা সম্ভব। তবে যাদের কাছে টেলিস্কোপ বা স্টারগেজিং বাইনোকুলার আছে, তারা চাঁদের আরও বিস্তারিত সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আরও একটি চমকপ্রদ দিক হলো—এই ‘স্মাইলি ফেস’ দৃশ্য দেখা যাবে লিরিড উল্কাবৃষ্টির চূড়ান্ত সময়ের পরপরই। ফলে ওই রাতে আকাশজুড়ে থাকবে এক রঙিন আলো-ঝলমলে উৎসবের আমেজ।
পাঠকদের পরামর্শ:
আকাশে এই দারুণ দৃশ্য উপভোগ করতে চাইলে ২৫ এপ্রিল ভোরবেলায় পূর্ব আকাশের দিকে খোলা জায়গায় দাঁড়ান। একটুখানি অপেক্ষা করলেই চোখের সামনে ফুটে উঠবে বিরল এক মহাজাগতিক হাসি!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel