উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ বিমানের টায়ার বিস্ফোরণ ঘটে যার ফলে সুইডেনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। নরওয়েজিয়ান এয়ারলাইন্সের এ ফ্লাইটটিতে মোট ১৮১ জন যাত্রী ছিলেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, স্টকহোমের আরলান্ডা বিমানবন্দর থেকে বিমানটি প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করতে হয়।
বিমানে থাকা যাত্রীরা টায়ার বিস্ফোরণের সময় হঠাৎ এক বিকট শব্দ শুনতে পান। ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও প্যারামেডিক দল পৌঁছে যায়। কর্মকর্তারা বিমান পর্যবেক্ষণের সময় দেখতে পান, একটি টায়ার বিস্ফোরিত হয়েছে এবং রানওয়েতে কিছু ধ্বংসাবশেষও ছড়িয়ে রয়েছে।
জরুরি পরিস্থিতির কারণে বিমানটিকে কিছু সময় কম উচ্চতায় উড্ডয়ন করে বিমানবন্দরের চারপাশে চক্কর দিতে হয়। পরে নিরাপদে আরলান্ডায় অবতরণ করে।
প্যারিসগামী এক যাত্রী মায়া ক্যারেনকো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি যখন উড্ডয়ন শুরু করে, তখন বিমানটি কেঁপে উঠে। আকাশে থাকাকালীন আমরা জানতাম না কী হয়েছে। পরে জানতে পেরে আমি সত্যিই হতবাক।
Tecno Camon 40 Pro 5G : শক্তিশালী ক্যামেরার সঙ্গে দুর্দান্ত সব ফিচার!
এ বিষয়ে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের এক প্রেস অফিসার জানান, বিমানটি নিয়ম অনুযায়ী উড্ডয়ন করছিল। তবে আকাশে ওঠার পর কারিগরি সমস্যার কারণে পাইলটকে আরলান্ডায় ফিরে আসতে হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
সূত্র: ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।