আকাশ থেকে পড়ল টেনিস বল আকারের শিলা

শিলা

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টির মধ্যে হঠাৎ করেই আকাশ থেকে পড়তে থাকে শিলা। তবে এই শিলা বৃষ্টি দেখে অনেকে অবাক হয়ে যান। কারণ মাটিতে যেসব শিলা পতিত হচ্ছিল- সেগুলোর একেকটির আকার ছিল টেনিস বলের সমান।

শিলা

বৃহস্পতিবার (২০ জুলাই) ইতালির ভেনেতো অঞ্চলের শহর ও গ্রামে এ শিলা বৃষ্টি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

হঠাৎ এই বৃহৎ আকারের শিলা দেখে স্থানীয় প্রশাসনও অবাক হয়। শিলা বৃষ্টি শেষ হওয়ার পর দেশটির জরুরি পরিষেবার কাছে কমপক্ষে ৫০০টি কল আসে। তাদের সবাই জানান, শিলার আঘাতে তাদের বাড়ি-ঘর বা অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ আহত হওয়ার খবরও জানান।

শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। জানা গেছে, কয়েকটি শিলার আকার ডায়ামিটারে ১০ সেন্টিমিটার পর্যন্ত ছিল।

সাধারণ মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছেন জানালার কাঁচ ভেঙে। এছাড়া শিলার আঘাতে অসংখ্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিয়ের আগেই পুরুষদের হতে এই বিষয়ে সতর্ক হতে হবে

ইতালিতে যখন শিলা ঝড় ও বৃষ্টি দেখা গেল- ঠিক তখনই ইউরোপের কয়েকটি দেশ অসহনীয় তাপমাত্রায় পুড়ছে। এছাড়া ইতালিতেও তীব্র দাবদাহ দেখা গেছে। ইউরোপে আবহাওয়ার এমন বিরূপ আচরণের বিষয়টি ভাবাচ্ছে বিজ্ঞানীদের।