Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আকাশছোঁয়া দাম: মধ্যবিত্তের পাতে নেই ইলিশ
অর্থনীতি ডেস্ক
অর্থনীতি-ব্যবসা

আকাশছোঁয়া দাম: মধ্যবিত্তের পাতে নেই ইলিশ

অর্থনীতি ডেস্কSaiful IslamAugust 23, 20253 Mins Read
Advertisement

চট্টগ্রামের আনোয়ারার ইলিশকেন্দ্রিক বাজার পারকি। সাগরঘেঁষা এই বাজারে গতকাল শুক্রবার ১৫০ গ্রাম সাইজের এক কেজি ইলিশ বিক্রি হয়েছে ৭০০ টাকায়। দাম শুনে রিকশাচালক আবদুল আলিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, “সারাদিন রিকশা চালিয়ে ৫০০–৬০০ টাকা আয় করি। এক কেজি ছোট ইলিশ কিনতেই তার চেয়ে বেশি টাকা লাগে—এ কেমন সময় এল!”

Hilsa

নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের ঘরেও এখন ইলিশ তেমন জায়গা পাচ্ছে না। আড়তদারদের তথ্য অনুযায়ী, সাগরতীরের বাজারে প্রতি কেজি ৬–৭টি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০–৮০০ টাকায়, ৪টি আকারের ইলিশের দাম ৯০০–১০০০ টাকা, আর এক কেজির ওপরে ওজনের ইলিশ মিলছে ১৮০০–২০০০ টাকায়। সাগরপাড়েই যদি এমন দাম হয়, তবে সাধারণ ভোক্তার নাগালে পৌঁছানোর পর মূল্য কতটা বেড়ে যায় তা সহজেই অনুমেয়।

আনোয়ারার গহিরা উঠান মাঝি ঘাটের জেলে লোকমান জানান, এখন ইলিশ ধরার মৌসুম। ভাদ্র–আশ্বিন মাসজুড়েই ধরা পড়বে ইলিশ। তবে সাম্প্রতিক নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিনে জালে প্রত্যাশিত মাছ ধরা পড়ছে না। পূর্ণিমার সময় তুলনামূলক বেশি মাছ পাওয়া গিয়েছিল বলে জানান তিনি।

বর্তমানে আনোয়ারার সমুদ্র উপকূলে দুই হাজারেরও বেশি জেলে ইলিশ ধরায় ব্যস্ত। শুক্রবার রায়পুর ইউনিয়নের সবচেয়ে বড় ইলিশঘাট—গহিরা উঠান মাঝি ঘাটে গিয়ে দেখা যায় জেলে ও ব্যবসায়ীদের তৎপরতা। বঙ্গোপসাগরের পাশাপাশি সাঙ্গু নদীর গহিরা, জুঁইদন্ডি, বরুমচড়া ও তৈলারদ্বীপ এলাকাতেও ইলিশ ধরা পড়ছে। তবে চাহিদার তুলনায় তা খুবই কম। ফলে গত বছরের একই সময়ের তুলনায় এবার দাম অনেক বেশি। নিম্নবিত্ত তো দূরে থাক, মধ্যবিত্তের জন্যও ইলিশ এখন স্বপ্নের খাবার হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের পাঁচ হাজারের বেশি জেলের মধ্যে দুই হাজারেরও বেশি জেলে সাগরে ইলিশ ধরার কাজে যুক্ত। ধরা মাছ উপকূলের বিভিন্ন ঘাটে আনা হয়—উঠান মাঝি ঘাট, পড়ুয়াপাড়া, গলাকাটা, ফকিরহাট, খুইল্যা মিয়া ঘাট, পারকি ও জুঁইদন্ডি সহ আরও অনেক জায়গায়। এর পরপরই শুরু হয় পাইকারি বেচাকেনা। অধিকাংশ ইলিশ সরাসরি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয়। এসব ঘাটের মধ্যে সবচেয়ে বড় হলো গহিরা উঠান মাঝি ঘাট, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত জেলেদের ব্যস্ততা লেগেই থাকে।

জেলে আবদুল মজিদ জানান, গত পূর্ণিমায় ভালো ইলিশ পাওয়া গেলেও এবার অমাবস্যার সময়ে সাগরের খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরা অনেক কঠিন হয়ে পড়েছে। ফিশারি ঘাটের আড়তদারদের হিসাব অনুযায়ী, শুক্রবার ৫–৬টি ইলিশের কেজি বিক্রি হয়েছে মণপ্রতি ২১ হাজার টাকায়, ৩–৪টি আকারের বিক্রি হয়েছে মণপ্রতি ৩৬–৩৭ হাজার টাকায়, আর এক কেজির বেশি ওজনের ইলিশ মিলেছে মণপ্রতি ৬০–৭০ হাজার টাকায়।

জেলেদের ভাষ্য, সাধারণত অমাবস্যায় পূর্ণিমার চেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। কিন্তু সাগরে নিম্নচাপ থাকায় এবার উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, সাগর উত্তাল থাকায় আরও কয়েকদিন কম মাছ ধরা পড়বে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
hilsa Bangladesh hilsa fish market Hilsa Price ilish bazar ilish dam Ilish price অর্থনীতি-ব্যবসা আকাশছোঁয়া ইলিশ ইলিশ চট্টগ্রাম ইলিশ দাম ইলিশ বাজার ইলিশের দাম দাম, নেই: পাতে মধ্যবিত্তের
Related Posts
স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

December 21, 2025
সোনা

সোনা নিয়ে অজানা কিছু তথ্য, যা আপনি জানতেন না

December 21, 2025
Sonchoypotro

আরও কমার শঙ্কা সঞ্চয়পত্রের মুনাফা

December 20, 2025
Latest News
স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

সোনা

সোনা নিয়ে অজানা কিছু তথ্য, যা আপনি জানতেন না

Sonchoypotro

আরও কমার শঙ্কা সঞ্চয়পত্রের মুনাফা

Taka

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংকগুলো, জেনে নিন

Gold

স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

সবজির দাম

ভরা মৌসুম, তবুও সবজির দামে নেই স্বস্তি

taka

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

গভর্নর

ধার করে নয়, রিজার্ভ নিজেদেরকেই বাড়াতে হবে : গভর্নর

দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিল বিকাশ

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্রে বড় চমক, কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ জেনে নিন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.