সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে অসুস্থ গরু জবাই করে বিক্রির জন্য প্রস্তত করার সময় পাঁচজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং জবাইকৃত গরুর মাংস ও বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের জয়নগর এলাকা থেকে তাদের আটক করেছে বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের পুলিশ। এরপর ভোর সাড়ে চারটার দিকে তাদেরকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার রহেজ উদ্দিনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৪), একই উপজেলার বালুয়াভাসুয়া এলাকার ওমর আলীর ছেলে বাবু (৩৫), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুংশী গ্রামের ওমর আলীর ছেলে রুবেল (৩০) ও মানিকগঞ্জের নওখন্ডা এলাকার মৃত হযরত আলীর ছেলে সোহেল (৩৬)। অপর আরেকজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এরমধ্যে মো. কামরুল ইসলাম ও বাবু মানিকগঞ্জের ভুল জয়রা এলাকায় এবং রুবেল নারাঙ্গাই এলাকায় ভাড়া বাসয় বসবাস করেন।
পুলিশ জানায়, ২৪ মার্চ রাত আড়াইটার দিকে জয়নগর মোড়ে অভিযুক্ত ব্যক্তিরা সরকার নির্ধারিত জবাইখানা ব্যতীত অনাবৃত জায়গায় গরু জবাই করছিল। এ সময় বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। এরপর তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খোলা পরিবেশে জবাইকৃত একটি গরু ও একটি জীবিত গরু এবং একটি পিকআপ জব্দ করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, বিকেল পাঁচটার দিকে আসামী কামরুল ইসলামকে নিয়ে থানা ভবনের বাইরে অবস্থান করছিলেন মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউদ্দিন। সেসময় আটককৃত আসামীদের ও জব্দকৃত মালামালের ছবি নিতে চাইলে ছবি নেয়া যাবেনা বলে জানায় এসআই জিয়াউদ্দিন। তখন আসামি কামরুল ইসলামকে নিয়ে থানার ডরমেটরির দিকে চলে যান তিনি।
থানা সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানার নন এফআইআর প্রসিকিউশনের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া, পাঁচজনকে আটকের পর চারজনের বিরুদ্ধে প্রসিডিউশন দেওয়ার কারণ জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি কেউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।