বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: আই এম সিঙ্গেল। রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা, নাবিলা মীম, কেয়া পায়েল প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ঝরা পাতায় দ্রষ্টব্য। রচনা: পাভেল ইসলাম। পরিচালনা: এহসান এলাহী বাপ্পী। অভিনয়ে: জাকিয়া বারী মম, মাসুম বাশার, মিলি বাশার, নিরব হোসাইন, নাইরুজ সিফাত, তন্ময়, তামুর, রিসা চৌধুরী, মৃণাল দত্ত প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, টুটুল চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ঘর। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে: মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, সমু চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: দাবা। রচনা ও পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন প্রমুখ। সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: অন্তত কথা হোক। রচনা: সোহাইল রহমান। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: খায়রুল বাশার, সাফা কবির, জিনাত ফারজানা চাঁদনী, ইশিকা, কামরুল প্রমুখ।
মাছরাঙা
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বসের বোন। অভিনয়ে: জাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ঢংঙি। অভিনয়ে: চমক, সেমন্তী সৌমি, সামিরা মাহি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: চাবিওয়ালা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: খায়রুল বাসার, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ইতি তোমার আমি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি, দিব্যজ্যোতি, লাবন্য প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: পলাতক প্রেম। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: সাইদুর ইমন। অভিনয়ে: নিলয়, সামিরা মাহি প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ট্রু লাভ এক্সপ্রেস। রচনা: সিদরাতুল মুনতাহা জিমিয়া। পরিচালনা: শামীম রেজা জুয়েল। অভিনয়ে: আরশ খান, রোদসী প্রমুখ।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: স্বপ্ন দেখার দিনগুলো। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: বুনোফুল। রচনা ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: মনোজ প্রামানিক, মুফতুহা জান্নাত প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: স্পাই লাভ। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, অপু, সাবেরী আলম প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আলাল ও দুলাল। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম সরকার, চাষী আলম, শখ, সামান্তা পারভেজ, জাভেদ গাজী প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: চির কুমার সংরক্ষণ। রচনা: সজিব বিশ্বাস। পরিচালনা: তাইফুর জাহান আশিক, অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: গতরাতের ব্যাপার। পরিচালনা: জামাল মল্লিক। অভিনয়ে: ইয়াশ রোহান, নীলাঞ্জনা নীলা প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: প্লিজ কাউকে বলবেন না। পরিচালনা: আনিসুর রহমান রাজিব। অভিনয়ে: শামীম সরকার, অলঙ্কার চৌধুরী প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: কিচির মিচির। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: খায়রুল বাসার, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মা ডাকলেই সব সুন্দর। পরিচালনায়: শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: তুমি আছো সবখানে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বালকদলের কাণ্ড। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: জোভান, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা প্রমুখ। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মুখোমুখি অন্ধকার। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: সাবিলা নূর, নাবিলা নূর, ইয়াশ রোহান প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ছোবল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: জোভান, তানিয়া বৃষ্টি, তারিক আনাম খান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।