বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দিন দিন প্রযুক্তি আপডেট হচ্ছে। প্রযুক্তিকে পানির মতো সহজ আর স্বাস্থ্য সেবিকার মতো প্রয়োজনীয় করে তোলার লক্ষ্যে কাজ করছে টেক জায়ান্টগুলো। ব্লাড সুগার পরীক্ষা থেকে ব্লাড প্রেশার মাপার কাজও এখন করা যায় হাতের স্মার্ট ওয়াচ দিয়ে। তবে এবার স্মার্ট ঘড়ির আদলে শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানাতে সক্ষম স্মার্ট ইয়ার রিং বা কানের দুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের একটি প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে কানের লতির মাধ্যমে সব সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এই দুল। দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা মাত্রা পরিমাপে সাহায্য করে। সেন্সরযুক্ত স্মার্ট ইয়ার রিংটি কানের লতি থেকে সংগ্রহ করা তথ্য ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে পাঠাতে পারে। ফলে সহজে শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানা সম্ভব।
জানা গেছে, একবার চার্জ দিয়ে স্মার্ট কানের দুল ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা আদান-প্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতে হবে না।
যদিও এই দুল এখনো রয়েছে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে। তাই দুল নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এত ছোট ডিভাইস কীভাবে চার্জ দেয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কিনা, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে- এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।