বাংলাদেশের বাজারে স্মার্টফোন কেনার সময় অনেকেই ডিজাইন, ক্যামেরা বা ব্যাটারি দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু ফোনের ব্যাক প্যানেল কেমন—এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যাক প্যানেল ফোনের সৌন্দর্যের পাশাপাশি ব্যবহারিক সুবিধা-অসুবিধারও বড় একটি দিক নির্ধারণ করে।
কাচের ব্যাক প্যানেল
আইফোন থেকে শুরু করে স্যামসাং, ভিভোসহ প্রিমিয়াম স্মার্টফোনগুলোর বেশিরভাগই এখন কাচের ব্যাক প্যানেল ব্যবহার করছে। এতে ফোন দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যায়। তবে একবার হাত ফসকে মাটিতে পড়লেই বিপত্তি—কাচ ভেঙে যেতে পারে। তখন গ্রাহককে মেরামতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এছাড়া কাচের কারণে ফোনের ওজনও বেড়ে যায়।
ধাতব ব্যাক প্যানেল
শুরুতে অনেক ফোনই মেটাল ব্যাক দিয়ে আসত। এতে ফোন মজবুত থাকলেও সমস্যা ছিল বেশ কয়েকটি। ধাতু গরম হয়ে যেত দ্রুত, আবার নেটওয়ার্কের সমস্যাও দেখা দিত। এসব কারণে বর্তমানে প্রায় সব ব্র্যান্ডই ধাতব ব্যাক প্যানেল বাদ দিয়েছে।
প্লাস্টিক ব্যাক প্যানেল
অনেক বিশেষজ্ঞ মনে করেন, ফোনের জন্য প্লাস্টিক ব্যাকই সবচেয়ে ব্যবহারিক। এতে ফোনের ওজন কম থাকে এবং দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়। তবে এর অসুবিধা হলো—ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যায় না।
ভেগান লেদার ব্যাক প্যানেল
এখন বাজারে ট্রেন্ড তৈরি করেছে ‘ভেগান লেদার’ ব্যাক প্যানেলের ফোন। দেখতে একেবারে চামড়ার মতো মনে হলেও আসলে এটি প্লাস্টিক। যারা কাচের ঝুঁকি নিতে চান না এবং আবার প্লাস্টিককেও সাধারণ মনে করেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। স্টাইলিশ লুকের দিক থেকে কাচের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই ভেগান লেদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।