বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা নিয়ে এসেছে ইনফিনিক্স। এ লক্ষ্যে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সাথে অংশীদারিত্ব করেছে। পাম পে ও ইনফিনিক্সের এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অংশীদারিত্ব সীমিত আয়ের মানুষদের বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে, যাদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা যোগাড় করে পছন্দের স্মার্টফোন কেনাটা বেশ কষ্টসাধ্য। পাম পে’র উন্নত ও ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম গ্রাহকদের নিরাপদ কিস্তির সুযোগ প্রদান করে।
যেভাবে কিস্তিতে ফোন কিনবেনখুব সহজেই গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনিতে পারবেন। যেমন- ১০ হাজার টাকার স্মার্টফোন কিনতে গ্রাহকদের প্রথমে দিতে হবে ২ হাজার ৫০৫ টাকা। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ, অর্থাৎ ২ হাজার টাকা। এছাড়াও এককালীন সদস্য ফি ২৫ টাকা। প্রসেসিং ফি ঋণের পরিমাণের ১ শতাংশ অর্থাৎ ৮০ টাকা। আর নিরাপত্তা জামানত হিসেবে রাখবে মোট মূল্যের ৫ শতাংশ, ৪০০ টাকা। যা শেষ কিস্তিতে সমন্বয় হবে।
বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১ হাজার ৪৯৪ টাকা। আর শেষ কিস্তিতে নিরাপত্তা জামানত বাদ দেওয়ায় ১ হাজার ৯৪ টাকা দিতে হবে।
কিস্তিতে ফোন নিতে যা যা লাগবেএই সুবিধা ভোগ করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি, মোবাইল নম্বর, অফিসের আইডি কার্ড এবং জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।