স্মার্টফোন চুরি হলে দ্রুত যা করবেন

স্মার্টফোন চুরি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাতের স্মার্টফোন এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। ফলে সেই মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে ‘সাথীহারা’ অবস্থা হয়ই! ফোন বেহাত হওয়ার দুঃখে অনেকে দুশ্চিন্তা করতে শুরু করেন আবার কোনো কোনো ইউজার কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন; তাছাড়া মন খারাপের ব্যাপার তো থাকেই।

স্মার্টফোন চুরি

তবে পাঠকদের বলি, আপনারা যদি কখনো দুর্ভাগ্যবশত এই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। কারণ ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার সাথে সাথে এই কাজগুলি না হলে ভবিষ্যতে আরো অস্বস্তিতে পড়তে হতে পারে! তো আসুন, এখন দেখে নিই কী কী বিষয় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ :

স্মার্টফোন হাতছাড়া হলে করুন এই পাঁচটি কাজ

১. সিম ব্লক: ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রথমে আপনার টেলিকম অপারেটরকে কল করুন এবং আপনার নম্বরের আউটগোয়িং পরিষেবা সাময়িকভাবে ব্লক করার জন্য অনুরোধ করুন।

২. অ্যান্ড্রয়েডে ‘Find My Device’ ব্যবহার: অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউজারদের সুবিধার জন্য ইন-বিল্ট ‘ফাইন্ড মাই মোবাইল সার্ভিস’ ফিচার পাওয়া উপলব্ধ, যার সাহায্যে ফোনের লোকেশন গুগল (Google) মারফত সার্চ করা যাবে।

৩. ডেটা ক্লিয়ার: আপনি যদি নিশ্চিত হন যে আপনার ফোন চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ টুলের সাহায্যে সেই ফোনের ডেটা রিমুভ করে দিন।

নুসরাতের ফিগার দেখে হিংসায় জ্বলছেন শ্রাবন্তী

৪. IEMI ব্লক: ফোন হাতছাড়া হলে তৎক্ষণাৎ সেটির আইএমইআই নম্বর ব্লক করুন। এর জন্য https://www.ceir.gov.in/Home/index.jsp ওয়েবসাইটের দ্বারস্থ হতে হবে।

৫. FIR করুন: আপনার ফোন নম্বর ব্লক হলে থানায় যান এবং চুরির (বা হারানোর) বিষয়ে এফআইআর করুন। এটি ফোনের অপব্যবহারের ঝুঁকি আটকাবে।