স্মার্টফোন দেখেই ছিনিয়ে নিতে গেল বানরছানা

স্মার্টফোন

জুমবাংলা ডেস্ক : এই ভিডিওটি টুইট করেছেন সুশান্ত নন্দা নামে এক বন-আধিকারিক। তিনি ভিডিয়োটি টুইট করে লিখেছেন, ‘স্মার্টফোনে মত্ত আজকের প্রজন্ম।’

স্মার্টফোন

স্মার্টফোন পেলেই আর কিছুই চায় না আজকের প্রজন্মের খুদেরা। ব্যতিক্রম নয় বানরছানাও! হ্যাঁ, স্মার্টফোনের প্রতি এক বানর ছানার মাত্রাছাড়া কৌতূহল ধরা পড়ল একটি ভিডিয়োয়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে বসে রয়েছে খুদে বানরছানা। এমন সময় একজন মোবাইল নিয়ে তাদের ছবি তুলছিলেন। মোবাইল ফোন দেখেই তা কেড়ে নেওয়ার চেষ্টা করল সে। দেখামাত্রই ছানাকে কাছে টেনে নিল মা-বানরটি।

মোবাইল ফোন নিয়ে বানরছানার এ হেন উৎসাহ দেখে চমকে গিয়েছেন অনেকে। এই ভিডিওটি টুইট করেছেন সুশান্ত নন্দা নামে এক বন-আধিকারিক। তিনি ভিডিয়োটি টুইট করে লিখেছেন, ‘স্মার্টফোনে মত্ত আজকের প্রজন্ম।’ ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।