স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা তথ্য সংশোধনের পর নতুন করে স্মার্ট কার্ড পাওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের বর্তমান নীতিমালা অনুযায়ী, একজন নাগরিককে জীবনে মাত্র একবার স্মার্ট কার্ড প্রদান করা হয়। হারিয়ে গেলে বা সংশোধনের পরে শুধুমাত্র লেমিনেটেড এনআইডি কার্ড ইস্যু করা হয়।

স্মার্ট কার্ডে চিপ সংযুক্ত থাকে, যেখানে আইরিশের ছাপ, আঙুলের ছাপসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। তবে লেমিনেটেড এনআইডি কার্ডে এসব তথ্য থাকে না। তবুও, লেমিনেটেড এনআইডি কার্ড ব্যবহার করেও সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করা সম্ভব।
কার্ড হারিয়ে গেলে প্রথমে নির্বাচন কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। এরপর তাদের নির্দেশনা অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ‘রিইস্যু রেজিস্ট্রেশন’ ও ‘রিইস্যু আবেদন’ সম্পন্ন করতে হবে। পরে অনলাইন থেকে বা উপজেলা নির্বাচন অফিস থেকে লেমিনেটেড এনআইডি কার্ড সংগ্রহ করা যাবে।
স্মার্ট কার্ড এবং লেমিনেটেড এনআইডির নম্বর একই থাকে। যদি স্মার্ট কার্ডের নম্বর মনে না থাকে, তাহলে জন্ম নিবন্ধন সনদ নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি নম্বর উদ্ধার করা সম্ভব। পরে সেই নম্বর ব্যবহার করে অনলাইন থেকেই কার্ড সংগ্রহ করা যাবে।
বর্তমানে একটি স্মার্ট কার্ড তৈরি করতে সরকারের অনেক ব্যয় হয়। তাই নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা হচ্ছে না। তবে ভবিষ্যতে নীতিমালায় পরিবর্তন হলে পুনরায় স্মার্ট কার্ড পাওয়ার সুযোগ মিলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



