স্মার্টফোন হট-৪০ প্রো আনল ইনফিনিক্স

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নতুন গেমিং ফোন হট-৪০ প্রো আনল ইনফিনিক্স। তরুণ গেমারদের জন্য মডেলটি ডিজাইন করা। বিশেষ বৈশিষ্ট্যে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯৯ আলট্রাস্পিড প্রসেসর, এক্স-বুস্ট গেমিং ইঞ্জিন, ব্যাটারি ৫০০০ এমএএইচ। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার; যা দিয়ে ৩৫ মিনিটেই চার্জ ২০ থেকে ৭৫ ভাগে উন্নীত হয়। চার্জিংয়ের নিরাপত্তায় থাকছে রিয়েল-টাইম টেম্পারেচার মনিটরিং ফিচার।

 হট-৪০ প্রো আনল ইনফিনিক্স

মানোন্নত গেমিং পারফরম্যান্সে হট-৪০ প্রো মডেলে আছে ৮ জিবি র‌্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ১২৮ জিবি ধারণক্ষমতার মডেলটি অ্যান্ড্রয়েড এক্সওএস ১৩.৫ সংস্করণের অপারেটিং সিস্টেমে চলে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা।

ভিজ্যুয়াল অভিজ্ঞতার উন্নয়নে থাকছে ম্যাজিক রিং ফিচারসহ ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে। টাচ ও স্ক্রলিংয়ে ১২০ হার্জ রিফ্রেশ রেট। দেওয়া হয়েছে ডিভাইসটিতে। স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ৯০.৭ ভাগ স্ক্রিন-টু-বডি রেশিও আর ৫০০ নিটস ব্রাইটনেস থাকছে। মাল্টিফাংশনাল এনএফসি মাধ্যমে গ্রাহকরা ডেটা শেয়ার বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন সহজেই।

বাজারে আসছে কাওয়াসাকি’র নতুন এই বাইক

ফটোগ্রাফির চাহিদা পূরণ করবে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। বিশেষ এইচএমএস সেন্সর। ক্যামেরা (সেলফি) ৩২ মেগাপিক্সেল।
মডেলটি পাওয়া যাচ্ছে এমএলবিবি-কাস্টমাইজড বক্সে। তিনটি রং– পাম ব্লু, হরাইজন গোল্ড ও স্টারলিট ব্ল্যাক। দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। মডেলটি দারাজেও পাওয়া যাবে।