বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :ওষুধপত্র হোক বা যেকোনো ব্যবহার জিনিসের ক্ষেত্রেই এক্সপায়ারি ডেট তার প্যাকেটের মধ্যেই লেখা থাকে। কিন্তু কখন ভেবে দেখেছেন একটি স্মার্টফোনের এক্সপায়ারি ডেট বা আয়ু কতদিন থাকে? যদিও কোন কোম্পানি এই ধরনের কিছু উল্লেখ করেনা। তবে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে একটি স্মার্টফোনের আয়ু কতদিন থাকে।
আজকাল স্মার্টফোন প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে। বলা যেতে পারে, এটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল। অনেকেই রয়েছেন যারা দু-তিন মাস অন্তর ফোন বদল করেন। হয়ত নতুন ভার্সন আসার কারণেই অনেকে নতুন ফোন কেনার শখ থাকতে পারে। আবার কেউ কেউ কয়েক বছর ধরে তার পুরনো ফোনটি ব্যবহার করেন।
স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস। স্মার্টফোনের ব্যাটারিতে নানান কেমিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় যা একটি সময়ের পর শেষ হয়ে যায়। তবে স্মার্টফোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও মেয়াদ থাকে না। এতে প্রয়োজন মতো ব্যাটারি বা অন্যান্য পার্টস পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে।
যাঁরা ভাল ব্র্যান্ডেড স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা কোনও রকমের রিপ্লেসমেন্ট ছাড়াই কয়েক দশক ধরে নির্দ্বিধায় নিজেদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে বর্তমানে স্মার্টফোন নির্মাতারা ২-৩ বছর পর স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয়। এর ফলে পুরনো স্মার্টফোন আর ব্যবহারযোগ্য থাকে না।
আসলে স্মার্টফোন কখন পরিবর্তন করতে হবে তা সম্পূর্ণ ব্যবহারকারীর উপর নির্ভর করছে। অনেকেই ঘন ঘন নিজেদের স্মার্টফোন পরিবর্তন করে, তবে এর কোনও সুফল নেই। এতে করে গ্রাহকদের বাজেটেও টান পড়ে। বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ স্মার্টফোন ব্যবহারযোগ্য, ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে খারাপ ব্যাটারি এবং স্ক্রিন পরিবর্তন করেও ফোন ব্যবহার করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।