৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন মাত্র ২০ হাজার টাকা

অপো রেনো এইট ৪জি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্যামেরায় নতুনত্ব থাকায় স্মার্টফোনপ্রেমীদের কাছে জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। গ্রাহকের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে অপো তাদের মিডরেঞ্জের নতুন ফোনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিতে যাচ্ছে। ফোনটির মডেল অপো রেনো এইট ৪জি। ফ্রন্ট ও রিয়ার মিলিয়ে ডিভাইসটিতে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।

অপো রেনো এইট ৪জি

টিপস্টার পারস গগলানি এই ফোনের বিভিন্ন তথ্য ফাঁস করেছে। যেখানে দেখা গেছে, ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। তার সঙ্গে থাকবে দুটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। আরও থাকবে ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অপো রেনো সিরিজের নতুন এই ফোনে থাকবে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ১২ জিবি র‌্যামের পাশাপাশি থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। ৪৫০০ এমএএইচ ব্যাটারির ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও থাকবে।

ঘরেই খাঁটি গরম মসলা তৈরির দারুন উপায়

গত জুলাইয়ে অপো তাদের রেনো সিরিজের রেনো ৮ এবং রেনো ৮ প্রো ফাইভজি বাজারে উন্মোচন করেছে। ফোন ‍দুটির বাজার মূল্যে ৩৫ হাজার টাকার কাছাকাছি ছিল।

টিপস্টার পারস গগলানির তথ্য মতে, রেনো এইট ৪জি ফোনটি বাজারে আসলে এর দাম হবে ২০ হাজার টাকার মধ্যে।