অল্প দামে আসছে স্মার্টফোন OPPO F27 5G, লঞ্চের আগেই দেখুন দাম ও ফিচার

OPPO F27 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই বছর শুরু থেকেই OPPO যথেষ্ট আগ্রেসিভভাবে বাজারে কাজ করে চলেছে। সম্প্রতি কোম্পানি ভারতে Reno 12 সিরিজ পেশ করেছিল। এরপর OPPO K12X, OPPO A3x এবং গত মাসে OPPO F27 Pro মডেল লঞ্চ করেছিল। কোম্পানি এই সিরিজের অধীনে আরও একটি নতুন OPPO F27 5G মডেল নিয়ে আসাতে চলেছে। কোম্পানি গত সপ্তাহে এই সম্পর্কে জানিয়েছিল। আমরা ফোনটি লঞ্চের আগেই এর দাম এবং অফার সম্পর্কে জানতে পেরেছি। ভারতে এই ফোনটির দাম 22,999 টাকা থেকে শুরু হবে।

OPPO F27 5G

আমরা এই অফার সম্পর্কে অফলাইন রিটেলের মাধ্যমে জানতে পেরেছি। তথ্য অনুযায়ী এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তবে দুটি মডেলে 8GB RAM সহ 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে।
রিটেল স্টোরের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F27 5G ফোনটিতে 8GB RAM এবং 128 GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা রাখা হবে। আবার 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 24,999 টাকা দামে সেল করা হবে।

জানিয়ে রাখি কোম্পানি এই ফোনটির সঙ্গে 1,800 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। এই অফার এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে ব্যাঙ্ক কার্ডে 6 মাসের নো-কোস্ট ইএমআই সুবিধা দিচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বেশ কিছু ফাইনেন্স স্কিমের সাহায্যে ফোনটি 0 ডাউন পেমেন্ট এবং লো ডাউন পেমেন্টের মাধ্যমে সেল করা হবে। এছাড়া সেলের সময় ফোনটির একবার ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হবে বলে জানা গেছে।

আজ অর্থাৎ 16 আগস্ট থেকে অফলাইন রিটেইল স্টোরে Oppo F27 5G ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে। তবে ফোনটির সেল শুরু হবে আগামী 18 আগস্ট থেকে।

OPPO F27 5G এর স্পেসিফিকেশন
6.67 ইঞ্চির ফুল এইচডি + ডিসপ্লে
120 হার্টস স্ক্রিন রিফ্রেশ রেট
OLED প্যানেল
2100 নিটস ব্রাইটনেস
মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর
LPDDR4x RAM
UFS 2.2
50+2মেগাপিক্সেল মেইন ক্যামেরা
32মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
5000mah ব্যাটারি
45W চার্জার
IP64

এখনও পর্যন্ত এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO F27 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি + OLED স্ক্রিন সহ 120হার্টস স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া হবে। এই ফোনটিতে 2100 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হবে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর এবং LPDDR4X RAM ফিচার সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে।

প্রতিদিন মুঠোফোনে কত কোটি ছবি তোলা হয় জানেন? যা বলছে গবেষকরা

এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হবে। এই ক্যামেরা সেটআপে 50MP মেইন ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 সহ কাজ করবে। এই ফোনটিতে ডুয়েল স্পিকার সহ IP64 রেটিং দেওয়া হবে।