বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : OPPO তার F27 Series এর আওতায় Oppo F27 5G ভারতে আসতে চলেছে মনে করিয়ে দি যে এই সিরিজের F27 Pro+ ভারতে আগে থেকেই বিক্রি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ কোম্পানি ওপ্পো এফ27 5জি ফোনের লঞ্চ নিশ্চিত করেছে।
ওপ্পো তার F27 Series এর আওতায় Oppo F27 5G ভারতে আসতে চলেছে। কোম্পানি তার অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে। এই পোস্টে কোম্পানি আপকামিং ফোনের এক ঝলক দেখিয়েছে। মনে করিয়ে দি যে এই সিরিজের F27 Pro+ ভারতে আগে থেকেই বিক্রি করা হচ্ছে। ফোনটি চলতি বছরের জুন মাসে লঞ্চ করা হয়েছিল। আসুন লেটেস্ট ওপ্পো এফ27 5জি ফোনের টিজার এবং স্পেক্স সম্পর্কে জেনে নেওয়া যাক।
Oppo F27 5G ভারতে কবে হবে লঞ্চ
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ কোম্পানি ওপ্পো এফ27 5জি ফোনের লঞ্চ নিশ্চিত করেছে।
কোম্পানি Coming Soon লেখা একটি ছবি পোস্ট করেছে। পোস্ট থেকে আশা করা হচ্ছে যে নতুন ওপ্পো ফোনটি শীঘ্রই বাজারে আসছে।
টিজার পোস্টে মোবাইল ফোনে পিছনের সাইড দেখা যাচ্ছে। এতে বড় সার্কুলার ক্যামেরা মডিউল সহ LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথে ক্যামেরা মডিউলে রিং লাইট দেখা যাচ্ছে।
নতুন ফিচার এবং উন্নত প্রযুক্তি নিয়ে আসছে Royal Enfield-এর নয়া বাইক
তবে এখন পর্যন্ত কোম্পানির তরফে আপকামিং ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েনি।
আপকামিং ওপ্পো ফোনের সম্প্রতি লাইভ ছবি প্রকাশ হয়েছিল। এর অনুযায়ী, ফোনে ফ্ল্যাট এজ এবং পঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে।
আশা করা হচ্ছে যে স্মার্টফোনে মেটাল ফ্রেম সহ গ্রডিএন্ট কালার ডিজাইন দেওয়া হবে। স্টোরেজ এবং RAM সম্পর্কে আশা খবর অনুযায়ী, ওপ্পো এফ27 5জি ফোনে 8GB RAM+128 স্টোরেজ এবং 8GB RAM+256GB স্টোরেজ মতো দুটি অপশন অফার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।