বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন ছাড়া বর্তমানে কারও এক পা চলে না। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া অবধি সব সময় হাতে ফোন থাকে অনেকের।
কোনও জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই বাড়ে বিপদ। তেমনই অনেকের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে খুবই গরম হয়ে যায়। ফোন ঠান্ডা করার জন্য কী করবেন?
সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনার তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় থাকে।
ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনওকিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়া দরকার।
মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখা দরকার।
একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়।(ছবি-গেটি ইমেজস)
অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা চলবে না।
মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কেস খুলে দেওয়া উচিত। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel