বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : রেডমি এ৪ ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ হবে এ মাসেই। কম দামের এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এই প্রসেসর সম্বলিত স্মার্টফোন এই প্রথম লঞ্চ হবে ভারতে। রেডমি-র এই স্মার্টফোনের ডিজ়াইন এ বছর প্রকাশ করা হয়েছিল ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে। অবশেষে এর লঞ্চের তারিখ জানানো হল শাওমি-র তরফে।
রেডমি-র এই ৫জি স্মার্টফোনে থাকবে ৬.৮৮ ইঞ্চির এইচডি+এলসিডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৬০০ হার্জ়। এতে থাকবে ৪ জিবি ব়্যাম। ইন্টারনাল মেমোরি থাকবে ৬৪ জিবি বা ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এক্সটারনাল মেমোরি ১ টিবি (টেরাবাইট) পর্যন্ত বাড়ানো যাবে। রেডমির এই স্মার্টফোনের ব্যাটারি হবে ৫১৬০ মিলি অ্যাম্পিয়ারের। তাতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড ১৪। এই ফোন কেনার পর ২ বছর সফ্টওয়্যার আপডেটের সুবিধা পাবেন। সিকিউরিটি আপডেটের সুবিধা ৪ বছর দেওয়া হবে।
স্মার্টফোন কিনতে গেলে সিংহভাগ ক্রেতার প্রথম প্রশ্ন থাকে ক্যামেরা সংক্রান্ত। এই ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। অপরটি সেকেন্ডারি লেন্স। অন্য দিকে এর ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা থাকবে ৫ মেগাপিক্সেলের। তবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর আরও নিখুঁত ছবি-ভিডিয়ো তুলতে সাহায্য করবে। ৫জি এবং ৪জি এলটিই- দুই ধরনের নেটওয়ার্কেই কাজ করবে এই স্মার্টফোন। এতে ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে।
রেডমি-র এই ফোনের দাম ১০ হাজার টাকার কম। কমদামে যাঁরা ফোন কিনতে চাইছেন, তাঁরা এই স্মার্টফোনের কথা বিবেচনা করতে পারেন। এই স্মার্টফোনের ৪ জিবি এবং ৬৪ জিবি মডেলের দাম ৮ হাজার ৪৯৯ টাকা। ৪ জিবি এবং ১২৮ জিবি মডেলের দাম ৯ হাজার ৪৯৯ টাকা। এই স্মার্টফোনের স্টারি ব্যাক এবং স্পার্কল পার্পল- এই দুটি রঙের মডেল আনা হবে বাজারে। ২৭ নভেম্বর থেকে আপনি এই ফোন কিনতে পারবেন। রিটেল স্টোরের পাশাপাশি অ্যামাজ়ন বা এমআই স্টোর থেকে অনলাইনে কিনতে পারবেন এই স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।