বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এক্স৫০আই প্লাস এল চীনের বাজারে। এই ফোন এক্স৫০আই সিরিজের নতুন সংযোজন। এই ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
এই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটির ১২ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৫৯৯ চায়নিজ ইউয়ান আর ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৭৯৯ চায়নিজ ইউয়ান।
ক্লাউড ওয়াটার ব্লু (হালকা নীল), ফ্যান্টাসি নাইট ব্ল্যাক (কালো), ইনক জেড গ্রিন (সবুজ) ও লিকুইড পিংক (গোলাপি) –এই চার রঙে পাওয়া যাবে।
এক্স৫০আই প্লাস ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল ও সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬১ দশমিক ৫ এমএম x ৭৪ দশমিক ৫৫ এমএম x ৬ দশমিক ৭৮ এমএম
ওজন: ১৬৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামলেড ফুল–এইচডি (২৪১২ x ১০৮০ পিক্সেল)
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
ব্রাইটনেস লেভেল: ২০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওস ৭ দশমিক ২
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ১
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে কিছু নির্দেশনা অনুসরণ করুন
জিপিএস: আছে
ওটিজি: আছে
ইউএসবি: ইউএসবি টাইপ সি
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জিং: ৩৫ ওয়াট
সূত্র: প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।