স্মার্টফোনের অবস্থানের তথ্য গোপন রাখবে ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’

phn tracking

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন নিয়মিত আমাদের অবস্থান শনাক্ত করতে থাকে। তাই আমরা কবে কখন কোথায় অবস্থান করেছি, এটা কেউ না জানলেও আমাদের সঙ্গে থাকা স্মার্টফোন কিন্তু ঠিকই জানে। এ সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই স্মার্টফোনে লোকেশন সুবিধা বন্ধ রাখেন। কিন্তু লোকেশন সুবিধা বন্ধ থাকলেও গোপনে ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনের অবস্থানের তথ্য জানা যায়। এ সমস্যা সমাধানে এবার নিজেদের ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’ সুবিধা হালনাগাদ করেছে গুগল।

phn tracking

নতুন এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে কোনও ব্লুটুথ ট্র্যাকার যুক্ত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি আশপাশে থাকা এয়ার ট্যাগ, ফাইন্ড মাই ডিভাইস ট্র্যাকার থাকলে, সেগুলোর তথ্যও জানা যাবে। ফলে কেউ গোপনে স্মার্টফোনের অবস্থানের তথ্য জানতে পারবেন না।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে নাগরিক কমিটির মোমবাতি প্রজ্জ্বলন

ফাইন্ড নিয়ারবাই সুবিধার মাধ্যমেই ‘ফাইন্ড মাই ডিভাইস’ প্রযুক্তি সমর্থন করা অপরিচিত যেকোনো ব্লুটুথ ট্র্যাকার শনাক্ত করা যাবে। শুধু তাই নয়, ট্র্যাকারের অবস্থান শনাক্তের পাশাপাশি নিষ্ক্রিয় করার দিকনির্দেশনাও পাওয়া যাবে। অপরিচিত ট্র্যাকার শনাক্ত হলে গুগল ২৪ ঘণ্টার জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে অবস্থানের তথ্য পাঠানো বন্ধ রাখবে। ফলে অপরিচিত কোনো ব্যক্তি গোপনে স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বশেষ অবস্থানের তথ্য জানতে পারবে না।