দুর্ধর্ষ ফিচার নিয়ে লঞ্চ হতে যাচ্ছে নতুন ৬টি স্মার্টফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

Smartphones

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জুলাই মাসের শেষ এবং আগস্ট মাসের শুরুতে ভারতীয় বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই realme 13 Pro series এবং Nothing Phone (2a) Plus, OPPO K12x 5G, realme Narzo N61 ও POCO M6 Plus 5G এর মতো বেশ কিছু 5জি স্মার্টফোনগুলি বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 29 জুলাই থেকে 3 আগস্টের মধ্যে আসন্ন স্মার্টফোনগুলি (Upcoming Phone this week) সম্পর্কে।

Smartphones

OPPO K12x 5G
লঞ্চ ডেট – 29 জুলাই, সম্ভাব্য দাম – 15,499 টাকা, 29 জুলাই MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ OPPO K12x 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এই ফোনটিতে ড্রপ রেজিস্টেন্ট 360-ডিগ্রী ড্যামেজ-প্রুফ আর্মর বডি এবং ডবল পাণ্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হবে। OPPO K12x 5G ফোনে 120 হার্টস রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হবে। এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 চিপসেট যোগ করা হতে পারে।

Realme Narzo N61
লঞ্চ ডেট – 29 জুলাই, সম্ভাব্য দাম – 12,999 টাকা, realme Narzo স্মার্টফোনটি N61 ArmorShell Protection সহ লঞ্চ করা হবে। realme Narzo ফোনটি 29 জুলাই 12 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং IP54 রেটিং দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 3.5এমএম হেডফোন জ্যাক থাকবে বলে জানা গেছে।

Realme 13 Pro 5G
লঞ্চ ডেট – 30 জুলাই, সম্ভাব্য দাম – 24,999 টাকা, 30 জুলাই realme 13 Pro 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটি 30 হাজার টাকার বাজেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনে 8GB RAM এবং Snapdragon 7s Gen 2 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP ব্যাক ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4 বছরের ব্যাটারি হেল্থ সহ 5,200mAh battery থাকবে বলে জানা গেছে।

realme 13 Pro+ 5G
লঞ্চ ডেট – 30 জুলাই, সম্ভাব্য দাম – 30,999 টাকা, realme 13 Pro+ 5G স্মার্টফোনটিতে 12GB RAM এবং Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট যোগ করা হবে। এই ফোনে 3D VC Cooling সিস্টেম এবং 5,200mAh ব্যাটারি থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে দুটি 50 মেগাপিক্সেল সোনী সেন্সর দেওয়া হবে। এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে।

Nothing Phone (2a) Plus
লঞ্চ ডেট – 31 জুলাই, সম্ভাব্য দাম – 32,990 টাকা, 31 জুলাই ভারত সহ গ্লোবাল মার্কেটে Nothing Phone (2a) Plus ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 7350 Pro চিপসেট যোগ করা হবে। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে এবং এতে 12GB RAM থাকবে। এই ফোনেও নাথিঙের অন্যতম প্রধান বিশেষত্ব অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল পাওয়া যাবে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দোপাট্টা খুলে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো কোমাল চৌধুরী

POCO M6 Plus 5G
লঞ্চ ডেট – 1 আগস্ট, সম্ভাব্য দাম – 13,499 টাকা, 1 আগস্ট ভারতে POCO M6 Plus 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে এবং এটি Redmi 13 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী স্মার্টফোনটিতে 8GB RAM এবং Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট যোগ করা হবে। POCO M6+ 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটিতে 6.79 ইঞ্চির 120Hz এলসিডি ডিসপ্লে এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি যোগ করা হতে পারে।