বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে ভারতের শীর্ষস্থানীয় লাইফস্টাইল, টেক ও স্মার্টওয়াাচ ব্র্যান্ড ‘নয়েজ’। ভারতের বাজারে শক্ত অবস্থান তৈরি করার পর জনপ্রিয় স্মার্টওয়াচগুলো পৌঁছে দিতে বাংলাদেশের বাজারে আসছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় তাদের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচগুলো বাংলাদেশে নিয়ে আসছে নয়েজ।
শিগগিরই দেশের বাজারে নয়েজের কালারফিট পালস গো বাজ-২৭৯০ (বিডিটি), কালারফিট পালস-২ ম্যাক্স-২৯৯৯ (বিডিটি), ফিট হ্যালো-৫৪৯৯ (বিডিটি) এবং কালারফিট প্রো ৪ আলফা-৫৪৯৯ (বিডিটি) স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে।
ভারতের স্মার্টওয়াচ বাজারে উল্লেখযোগ্য অবস্থান নিশ্চিতের পর বাংলাদেশের বাজারে আসার কৌশলগত পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বিশ্বব্যাপী শীর্ষ তিন স্মার্টওয়াচ প্রস্তুতকারক কোম্পানির মধ্যে রয়েছে ভারতীয় এই ব্র্যান্ডটি। দেশে স্মার্ট পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশে এর বাজার বার্ষিক ৫ দশমিক ৭৯ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এরাই দেশে ব্র্যান্ডটির বিকাশে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশে যাত্রা উপলক্ষে নয়েজের কো-ফাউন্ডার গৌরব খাত্রী বলেন, বাংলাদেশে আমাদের ব্যবসা প্রসারিত করতে পেরে আমরা আনন্দিত। এই কৌশলগত পদক্ষেপটি ব্র্যান্ডটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই উদ্ভাবনকে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশী গ্রাহকদের হাতে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।
রাজধানীতে বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মাল্টিপ্ল্যান সেন্টার, মোতালেব প্লাজা মার্কেট এবং সীমান্ত সম্ভারসহ গ্যাজেট অ্যান্ড গিয়ার, স্টার-টেক এবং টেকল্যান্ডের মতো জনপ্রিয় চেইন শপগুলোতেও নয়েজের পণ্যগুলো পাওয়া যাবে।
গ্রাহকদের হাতে সহজে ও নির্বিঘ্ন পণ্যগুলো পৌঁছে দিতে দেশের গুরুত্বপূর্ণ সব শহরগুলোতে শীর্ষ খুচরা আউটলেটগুলোর সঙ্গে কাজ করবে নয়েজ। ঘরে বসে যাচাই বাছাইয়ের মাধ্যমে সহজে পছন্দের স্মার্টওয়াচগুলো কেনার জন্য অনলাইনেও ব্র্যান্ডটির প্রসারে কাজ করছে কোম্পানিটি।
ভারতের নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে নয়েজ। কোম্পানিটি টানা চার বছর ধরে অ্যামাজন ও ফ্লিপকার্টে সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ২০১৯ সালে নয়েজ ছিল ওয়্যারলেস ইয়ারফোন বিক্রিতে শীর্ষ ভারতীয় কোম্পানি ৷
বর্তমানে এটি ভারতের শীর্ষ ৫টি টিডব্লিউএস ব্র্যান্ডের মধ্যে একটি। এছাড়া পরপর তিন বছর ভারতের এক নম্বর স্মার্টওয়াচ ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছে নয়েজ। কাউন্টারপয়েন্ট অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টওয়াচ প্লেয়ারদের মধ্যে নয়েজ ক্যাটাগরি লিডার হিসেবে নিজেদের অবস্থানকে দৃঢ় করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।