জুমবাংলা ডেস্ক : বগুড়ার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হচ্ছে। এখানকার মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল। ফুলের ঘ্রাণ আর সেই সৌন্দর্য সবাইকে মাতোয়ারা করে তোলে। বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা আর মাতৃভাষা দিবসসহ বিভিন্ন উৎসবে ফুলের ব্যবহার হয় সবচেয়ে বেশি। এ উপলক্ষে চাষিদের ক্ষেতে শোভাবর্ধণ করছে হরেক রকম ফুল। আর এই ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।
ফেব্রুয়ারি মাসে রোজ ডে থেকে উৎযাপন শুরু হয় ভালোবাসার বিভিন্ন দিবস। আর এসব দিবসে বেড়ে যায় হরেক রকম ফুলের চাহিদা। ফুলপ্রেমিদের এই চাহিদা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুত হয়েছেন বগুড়ার ফুলচাষিরাও।
জানা গেছে, বগুড়া সদর এবং শাজাহানপুর উপজেলায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে চাষ করা হচ্ছে নানা ধরনের ফুল। বিশেষ করে মাদলা ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠে এখন অর্থকরী ফসল হিসেবে গাঁদা-গোলাপসহ অন্যান্য ফুলচাষ করা হচ্ছে। সারা বছরের ফসল হিসেবে বেশ লাভজনক হওয়ায় ফুলচাষেই অধিক মাত্রায় ঝুঁকে পড়ছেন এখানকার ফুলচাষিরা।
বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়নের ফুল চাষি মো. জনি জানিয়েছেন, তিনি চৌদ্দ বিঘা জমিতে বিভিন্ন জাতের সাদা, হলুদ, লাল, কালো গোলাপ চাষ করেছেন। দশ বছর ধরে ফুলচাষে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী হয়েছেন তিনি। ফলে এ বছরও তিনি নতুন করে আরও বেশি জমিতে বিভিন্ন জাতের ফুলচাষ করেছেন।
বগুড়ার ফুলপট্টিতে কর্মরতদের সাথে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে তাদের কাজের চাপ অনেকগুন বেড়ে গেছে। আর এ সময় ভালো কেনাবেচা হয়।
বগুড়া জেলা ফুল ব্যাবসায়ি মালিক সমিতির সভপতি মো. জুয়েল সরদার জানান, ইতোমধ্যে বিভিন্ন দিবসকে সামনে রেখে কৃষকরা ক্ষেতের ফুলগুলো প্যাকিং করা শুরু করেছে। তাদের লাভবান করতে সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে। তবে এ বছর ফুলচাষে উৎপাদন খরচ অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।