যত কোটি টাকা লাভে বাড়ি বিক্রি করতে যাচ্ছেন স্মিথ

স্মিথ এবং তার স্ত্রী উইলিস

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভেন স্মিথ ব্যবসায়ী হিসেবেও বেশ সফল। বাড়ি কিনে তা পরিচর্যা করে চড়া লাভে বিক্রি করার ক্ষেত্রে ভালো মুন্সিয়ানা দেখিয়ে থাকেন স্মিথ। এবার নিজের একটি বাড়ি প্রায় ৩৩ কোটি টাকা লাভে বিক্রি করতে যাচ্ছেন স্টিভেন স্মিথ।  [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]                     

স্মিথ এবং তার স্ত্রী উইলিস

সফল বাড়ি ব্যবসায়ী হিসেবে অস্ট্রেলিয়াতে বেশ সুনাম আছে স্টিভেন স্মিথের। ২০১৫ সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত আছেন স্মিথ। ক্রিকেটের মাঠের মত ব্যবসার মাঠেও একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন স্মিথ। কম দামে বাড়ি কিনে তা সংস্কার করে বেশি দামে বিক্রি করে দেন স্টিভেন স্মিথ এবং তার স্ত্রী ড্যানি উইলিস। গত বছরও নিজের একটি বাড়ি চড়া দামে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করেছিলেন স্মিথ এবং উইলিস।

সম্প্রতি পূর্ব সিডনির ব্রোন্টে এলাকার একটি বাড়ি নিলামে তোলার ঘোষণা দেন স্মিথ,যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ কোটি টাকা সমমূল্যের। তবে এত বেশি দাম দিয়ে বাড়ি কেনার জন্য কেউ আগ্রহ না দেখানোয় সেই দাম কমিয়ে ৬৫ লাখ ডলারে নামিয়ে দিয়েছেন স্মিথ। অর্থাৎ নিলামে কেউ ৬৫ লাখ ডলারের (৭১ কোটি টাকা) ডাক দিলেও বাড়িটি বিক্রি করে ফেলবেন স্মিথ। আগামী শনিবার (২৫ নভেম্বর) নিলাম হওয়ার কথা।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০১৯ সালে ৩৫ লাখ ডলারে (৩৮ কোটি টাকা) সিডনির সমুদ্রসৈকতের পাশে বিলাসবহুল একটি বাড়ি কেনেন স্মিথ। অর্থাৎ এই বাড়িটি নিলামের নতুন ভিত্তিমূল্যে বিক্রি করলেও ৩০ লাখ ডলার (৩৩ কোটি টাকা) লাভ করতে পারবেন স্মিথ। দোতলা এই বাড়িটি অবশ্য এর আগেও দুইবার নিলামে তুলেছিলেন স্মিথ। কিন্তু শেষ মুহূর্তে নিলামের তালিকা থেকে বাড়িটিকে সরিয়ে নেওয়া হয়।

 https://inews.zoombangla.com/i-really-like-watching-the-whole-world-cup/

সকল ধরনের আধুনিক এবং যুগোপযোগী সুযোগ-সুবিধা সম্পন্ন এই বাড়িটিকে আবারও নিলামে তোলার কারণও জানা গেছে। অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নেটওয়ার্ক জানিয়েছে, দেশটিতে এই সময়কে আবাসস্থল, জমিজমা বা স্থাবর সম্পত্তি বিক্রির সেরা মৌসুম বলে মনে করা হয়। এ সময়ে কোনো সম্পদ বিক্রি করলে সর্বোচ্চ দাম পাওয়া যায়। যার কারণে সফল ব্যবসায়ী স্মিথ এই সময়েই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটিকে। বিলাসবহুল এই বাড়ির ভালো দামও আশা করছেন তিনি।

বর্তমানে অবশ্য বিশ্বকাপে অংশ নিতে ভারতে অবস্থান করছেন স্মিথ। তার স্ত্রী উইলিস নিলামের বিষয়টি তদারকি করছেন।