৩৪ দিনে ৬ বার সাপের কামড়! স্বপ্নে এসে যুবককে কী বলল সাপ?

সাপ

অন্যরকম খবর ডেস্ক : স্বপ্নে সাপের দেখা পেলেন উত্তরপ্রদেশের ফতেপুরের মালওয়া থানা এলাকার সাউরা গ্রামের বাসিন্দা বিকাশ দুবে। একই সাপ তাঁকে ৬ বার কামড়েছে, তাও আবার মাত্র ৩৪ দিনের মধ্যে। এবার স্বপ্নে এসে রীতিমতো তাঁকে হুমকি দিয়ে গেল সাপ। ভাবা যায়? এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে ভুগছে বিকাশ এবং তাঁর পরিবার। বিকাশ আগে বলেছিলেন, সাপ কখন তাকে কামড়াবে সে কথা আগে থেকেই বুঝতে পারতেন তিনি। গত ৩৪ দিনে ২৪ বছর বয়সী যুবক বিকাশ দুবেকে ছয়বার একই সাপে কামড়েছে। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরিয়ে গেলেও সাপের কামড় থেকে রেহাই মেলেনি ওই যুবকের। তৃতীয়বার যখন বিকাশকে সাপে কামড়ায়, সে তখন ডাক্তারের পরামর্শে নিজের বাড়ি ছেড়ে মাসির বাড়িতে ছিল।

সাপ

সে ভেবেছিল সেখানে গেলে হয়তো তাঁকে সাপে কামড়াবে না। কিন্তু সেখানেও সাপ তাঁর পিছু ছাড়েনি। মাসির বাড়িতেও তাঁকে সাপ কামড়ায়। এরপর বিকাশ তার মাসির বাড়ি ছেড়ে মামার বাড়িতে চলে আসলে, সেখানেও সাপ তাঁকে কামড়ায়। এখনও পর্যন্ত সাপ 6 বার কামড়েছে বিকাশকে। এ ঘটনায় বিকাশের পরিবার বেশ আতঙ্কিত। চিকিৎসারত চিকিৎসকরাও এমন অদ্ভুত ঘটনা দেখে অবাক।

তবে এবার বিকাশ যা দাবি করলেন তাতে আরও হতবাক হয়ে গিয়েছেন সকলে। বিকাশ জানিয়েছেন, রাত্রিবেলা স্বপ্নে ওই সাপের দেখা পেয়েছেন তিনি। স্বপ্নে ওই সাপটি তাকে বলেছে যে, সে তাকে মোট নয়বার কামড় দেবে ওই যুবককে। শেষবার সাপ কামড়ানোর পর তিনি আর বাঁচবেন না। এরপর থেকে বিকাশ এবং তাঁর পরিবার-পরিজন প্রতিবেশী সকলেই আতঙ্কে রয়েছে।

অন্যদিকে, জুতো পরতে গিয়ে যা হল, জানলে গা শিউরে উঠবে আপনার। বর্ষাকাল শুরু হলেই সাপের উপদ্রব বাড়ে। এমনকি বাড়িতে ঢুকে পরে সাপ। আসলে বর্ষাকালে ঝোপঝাড়, পুরনো বাড়ি, পুকুর এবং পার্কের মতো এলাকায় শুরু হয় বিষাক্ত সাপের আনাগোনা।

তাইওয়ানের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের যে বিষয়ে অধ্যয়নের জন্য এবার কোনো আবেদন পড়েনি

এখন পশ্চিমবঙ্গের একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, জুতোর ভিতরে লুকিয়ে আছে একটি বিষাক্ত সাপ। জুতোটি সরানো মাত্রই ওই সাপটি দেখা যায়। তবে শুধু জুতো নয়, হেলমেট এবং অব্যবহৃত পোশাক -সহ ঘরের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্রের মধ্যেও সাপ লুকিয়ে থাকতে পারে।