বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়াকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার করে আসছে নেটিজেনরা। এ সুযোগ কাজে লাগিয়ে নিউজ আউটলেটের জন্য স্টোরিতে স্বয়ংক্রিয়ভাবে আর্টিকেল শেয়ারের ফিচার এনেছে স্ন্যাপচ্যাট। খবর এনগ্যাজেট।
প্রযুক্তি সাইট অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডাইনামিক স্টোরিজের পরীক্ষা চালিয়েছে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে স্টোরিজে নিউজ আর্টিকেল স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে। শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ভারতের কিছু সাইট এ সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট, লো ফিগারো ও ভোগ ইন্ডিয়া।
অ্যাক্সিওস আরো জানায়, এ ফিচারে আপাতত ভিডিও সাপোর্ট করছে না। তবে ভবিষ্যতে তা করা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন ফিচার চালু হয়তো স্ন্যাপচ্যাটের টাকা বানানোর মেশিন হবে না, তবে তা ব্যবহারকারীদের ধরে রাখতে সহায়তা করবে। সর্বশেষ সংবাদের জন্য এখন ব্যবহারকারীদের স্ন্যাপচ্যাট ফেলে ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো অন্য কোনো সোশ্যাল সাইট বা নিউজ সাইটে ঢুঁ মারতে হবে না।
টুইটার নয়, সেই টাকায় শ্রীলঙ্কা কিনে নেওয়ার অনুরোধ ইলন মাস্কের কাছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।