বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভিভো তাদের টি-3 সিরিজের সংখ্যা বাড়িয়ে ভারতীয় বাজারে Vivo T3 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 0.749cm আলট্রা সিম ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 3D কার্ভ এমোলেড ডিসপ্লে, 5500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে।
Vivo T3 Pro 5G এর দাম এবং সেল
ভারতের বাজারে Vivo T3 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 24,999 টাকা। একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 26,999 টাকা দামে পেশ করা হয়েছে।
এই ফোনটি স্যান্ডস্টোন অরেঞ্জ এবং এমারেল্ড গ্রীন কালারে পেশ করা হয়েছে।
উভয় মডেলে কোম্পানির পক্ষ থেকে HDFC এবং ICICI ব্যাঙ্ক ইউজারদের 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনের এফেক্টিভ দাম হয়ে যাবে 21,999 টাকা এবং 23,999 টাকা।
ব্যাঙ্ক অফার ছাড়া 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। এছাড়াও 6 মাসের জন্য নো কস্ট EMI অপশনও পাওয়া যাচ্ছে।
আগামী 3 সেপ্টেম্বর দুপুর 12টা থেকেশপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo T3 Pro 5G স্মার্টফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.77 ইঞ্চির 3ডি কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট এবং 4500নিটস পিক ব্রাইটনেস এবং 387 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo T3 Pro 5G স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি AuTuTu স্কোর 812119 পেয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে অ্যাড্রিনো 720 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: দুর্দান্ত স্পীড এবং ডেটা সেভ করার জন্য ফোনটিতে 8GB LPDDR 4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং অন্য লেন্স 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে লঞ্চ হতে যাচ্ছে স্মার্টফোন Infinix Hot 50 5G
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাহায্যে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।