Snapdragon 8 Elite চিপ সহ বাজারে আসছে iQOO 13 ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে iQOO 13 স্মার্টফোনটি চীনের মার্কেটে টিজ করা হচ্ছে। আজ প্রথম কোম্পানির পক্ষ থেকে ভারতে ফোনটির নাম না নিয়ে টিজ করা হয়েছে। জানিয়ে রাখি এই মাসে প্রথমে চীনে ফোনটি লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট প্রকাশ্যে আসার আগেই ভারতে টিজার জারি করা হয়েছে, তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত্ব হল এই ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস কনফার্ম করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO 13 এর ভারতীয় লঞ্চ টিজার
সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে iQOO 13 ফোনটির টিজার প্রকাশ্যে এসেছে। এতে iQOO এর ভারতীয় সিইও নিপুণ মার্যা একটি পোস্ট শেয়ার করেছেন।
নিছে দেওয়া পোস্টের মাধ্যমে iQOO 13 ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের আভাস পাওয়া গেছে।
টিজারের মাধ্যমে ফোনটির নাম জানানো হয়নি, কিন্তু “রেডি ফর দ্যা নেক্সট” লেখা দেখা গেছে। তাই শীঘ্রই iQOO 13 ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
জানিয়ে রাখি আগের রিপোর্ট অনুযায়ী 3 ডিসেম্বর আপকামিং স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। তবে এই পোস্ট প্রকাশ্যে আসার ফলে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

iQOO 13 এর স্পেসিফিকেশন (কনফার্ম)
কোম্পানি চীনে iQOO 13 ফোনটি লঞ্চের আগেই এর স্পেসিফিকেশন কনফার্ম করেছে।

ডিসপ্লে: কনফার্ম করা হয়েছে iQOO 13 ফোনটিতে BOE এর নতুন Q10 থাকবে। এতে 2K রেজোলিউশন এবং ইন্ডাস্ট্রির বেস্ট 144Hz রিফ্রেশ রেট দেওয়া হবে।
প্রসেসর: iQOO আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কোয়ালকম এর শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে। এই প্রসেসর সেলফ ডেবলপ্ড গেমিং চিপ Q2 সহ যোগ করা হবে। এতে পিসি লেবেলের 2K সুপার-রেজোলিউশন এবং 144FPS গেমিং সাপোর্ট করবে।
স্টোরেজ: এই ফোন 16GB পর্যন্ত RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6150mAh ব্যাটারি দেওয়া হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে প্রাইমারি সেন্সর, আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স থাকতে পারে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হতে পারে। এই ফোনটিতে স্টাইলের জন্য মেটাল ফ্রেম এবং হ্যালো লাইট স্ট্রিপ থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন ওএস 5 সহ লঞ্চ করা হতে পারে।