বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে কোয়ালকম পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপ আনবে এমন গুঞ্জন উঠেছিল। প্রাপ্ত তথ্যানুযায়ী প্রতিষ্ঠানটি তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসর উন্মোচনের সময় পেছানোর ঘোষণা দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়না।
উইবোর অন্যতম টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। টিপস্টার জানায়, স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর উত্তরসূরি চিপসেটটি ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে। এর আগে যুক্তরাষ্ট্রের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বছরের প্রথমার্ধেই ৮ জেন ১ প্লাস প্রসেসর উন্মোচনের ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু অন্যতম সরবরাহকারী স্যামসাংয়ের সমস্যা থাকায় সিদ্ধান্তে পরিবর্তন আনতে হয়। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, চীনে কভিড-১৯ মহামারীর প্রকোপ বাড়ায় এবং বিধিনিষেধ আরোপ করায় চিপসেটের উৎপাদন ও বাজারজাত ব্যাহত হয়েছে।
সম্প্রতি চীনে নতুন করে কভিড-১৯-এর সংক্রমণ বাড়তে শুরু করে। ফলে দেশটির সরকার বিভিন্ন শহরে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়। কিছু শহরে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন কারখানা রয়েছে। নিষেধাজ্ঞার কারণে সেগুলোর কার্যক্রমও বন্ধ করে দিতে হয়েছে। চীনের ক্ষমতাসীন দলের এক রাজনৈতিক ব্যক্তির তথ্যানুযায়ী, নভেল করোনাভাইরাসের সংক্রমণ আবারো মহামারী আকার ধারণ করতে পারে। ফলে শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।
মটোরোলা এজ ৩০ আল্ট্রার সঙ্গে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসরটি উন্মোচিত হবে বলে গুঞ্জন রয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে লেনোভোর ভালো সম্পর্ক থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন পর্যন্ত চিপের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে চিপসেটটিতে অধিক শক্তিশালী গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।