বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Qualcomm সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে খুব শিঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 4 লঞ্চ হতে চলছে। সম্ভবত 21 সেপ্টেম্বর এই নয়া চিপসেট বাজার দখল করবে। শোনা যাচ্ছে Qualcomm সংস্থা তাদের এই আসন্ন চিপসেটটির নাম রেখেছে Snapdragon 8 Elite। আর এই শক্তিশালী প্রসেসরই যুক্ত হতে পারে OnePlus, Xiaomi, Honor সহ বেশকিছু সংস্থার আপকামিং মডেলগুলিতে।
Qualcomm সংস্থা জানিয়েছে, Snapdragon 8 Elite প্রসেসর চিপসেটটিতে 4.0GHz- এর দুটি পারফরম্যান্স কোর এবং 2.8GHz দক্ষতার 6 টি কোর থাকবে। একই সঙ্গে এই চিপসেট TSMC-এর 3nm প্রক্রিয়ায় তৈরি হবে বলেই জানা গিয়েছে। এরই মধ্যে কানে আসছে নতুন খবর। জানা গিয়েছে, Qualcomm এর এই আপডেটেড প্রসেসর দেখা যেতে পারে আসন্ন বেশ কিছু স্মার্টফোন মডেলে। এখনও পর্যন্ত যা খবর OnePlus তাদের 13 সিরিজের OnePlus 13 মডেলটিতে সবার প্রথম Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করতে পারে। অক্টোবর মাসে চিনে লঞ্চ হবে এই ফোন।
রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
Oneplus এর পর iQOO 13 স্মার্টফোনটিতেও Qualcomm তাদের আপডেটেড প্রসেসর Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করবে। যতদূর খবর, চলতি বছরের ডিসেম্বরে চিনে লঞ্চ করবে এই ফোন। এছাড়াও Xiaomi 15 series, Honor Magic 7 series ও Realme GT 7 Pro এই 3 স্মার্টফোনেও Qualcomm Snapdragon 8 Elite চিপসেট পাবেন গ্রাহকেরা। প্রতিটি স্মার্টফোনই 2024 সালের ডিসেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।