বিনোদন ডেস্ক: দুর্ঘটনার কবলে ‘ইশক কা রং সাফেদ’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই। শনিবার গাড়ির ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ভারতীয় এই অভিনেত্রী। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি। তবে রক্ষা পেলেন তিনি ও গাড়ির চালক।
ভারতীয় গণমাধ্যম বলছে, স্নেহাল পুণেতে যাচ্ছিলেন। মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান স্নেহাল ও ড্রাইভার। গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন তারা।
বিশেষ আঘাত লাগেনি তাদের।
দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘কী যেন হয়ে গেল বুঝতেই পারছি না এখনও। হঠাৎ একটি ট্রাক ধাক্কা মারে গাড়িতে। তবে চালকের উপস্থিত বুদ্ধির জন্য এই যাত্রায় রক্ষা পেলাম।
’
টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘ইশক কা রং সফেদ’, ‘জন্ম কা বন্ধন’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। দিন কয়েক আগেই অভিনেত্রী চর্চায় আসেন তার দাম্পত্য জীবনের কারণে। সূত্র: জি নিউজ, আনন্দবাজার।
সালমান ২-৩ ঘণ্টার জন্য আসতেন, অজানা তথ্য ফাঁস করলেন ফারহা খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।