Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে চলছে তুষারপাতের মৌসুম। দেশটির তাবুক রাজ্যের আল লাজ এলাকায় হয়েছে ব্যাপক তুষারপাত। মঙ্গলবারের ঐ তুষারপাতে ছেয়ে গেছে পাহাড়সহ আশেপাশের এলাকা।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
সৌদি আরবের এ অঞ্চলে বিরল তুষারপাত হওয়ায় নতুন করে মনোযোগ কেড়েছে পর্যটকদের। এছাড়া আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারাও। কারণ সৌদি আরব মরু অঞ্চল হওয়ায় সেখানে তুষারপাত দেখা যায় না।
উত্তরাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের ন্যাশনাল সেন্টারের শাখার পরিচালক আলেনিজি বলেন, সৌদি আরবের উত্তরাঞ্চলে, বিশেষ করে আল-লাজ পর্বতমালা এবং সংলগ্ন এলাকায় তুষারপাত দুটি প্রধান কারণের উপর নির্ভর করে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে বায়ুর আদ্রতা বেড়ে যাওয়া ও দ্বিতীয় কারণ হচ্ছে শীতের মাত্রা বেড়ে যাওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।