জুমবাংলা ডেস্ক : বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ড্যাশবোর্ডে জমা দিতে হয়। কিন্তু অনেক ব্যাংকই তা মানছে না। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়।
ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার তথ্য জমা দেয়ার ক্ষেত্রে কিছু ব্যাংক বিলম্বে হিসাব দিচ্ছে, আবার কিছু ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে লেনদেন ভারসাম্যের হিসাব, মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে আমদানি ও রপ্তানির ঋণপত্রে বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে প্রদান করতে হবে। এ ছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।
কানাডায় তোপের মুখে সাকিব, পাল্টা প্রশ্ন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
প্রসঙ্গত, ড্যাশবোর্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার হালনাগাদ তথ্য পেয়ে থাকে। ব্যাংকগুলো নিজেরাই ড্যাশবোর্ডে তথ্য জমা দিতে পারে। কোনো প্রতিষ্ঠানের রপ্তানি আয় বিদেশে আটকে থাকলে বাংলাদেশ ব্যাংক ড্যাশবোর্ডের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ঋণপত্রে খোলা বন্ধ করে দিতে পারে। তবে কিছু ব্যাংকের অসহযোগিতার কারণে ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো চিত্র মিলছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।