জুমবাংলা ডেস্ক : দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকার ঘোষিত সাধারণ ছুটির তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ৫, ৬ ও ৭ আগস্ট (রোববার থেকে মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক এবং এর আওতাধীন কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সোমবার থেকে তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
রবিবারসরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।
সেইসাথে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতায় এখন পর্যন্ত ৮১ জন নিহতের খবর জানা গেছে।
ভারতেই রয়েছে কিছু অদ্ভুত গ্রাম, যাদের কাহিনী আপনাকে অবাক করবে
আর আজ সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।