সব কাপড় খুলে ফেলার পরে লজ্জার বাকি কী থাকে? বললেন আসামের সেই নির্যাতিতা

Advertisement আন্তর্জাতিক ডেস্ক : ওরা চেঁচাচ্ছে ‘অসভ্য, জংলি, কুলির জাত’। ওরা আমার তলপেটের নীচে মারছে লাথি। টানছে চুল। হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদছিলাম, ‘আমায় বাঁচাও। এমন কোরো না।’ কেউ শোনেনি। ওই তো পুলিশ দাঁড়িয়ে। দৌড়ে গেলাম তাঁদের দিকে। চেঁচাতে থাকি, ‘ওরা আমায় মারছে গো! বাঁচাও!’ সপাটে এসে লাগে লাঠির বাড়ি। ককিয়ে উঠি। … Continue reading সব কাপড় খুলে ফেলার পরে লজ্জার বাকি কী থাকে? বললেন আসামের সেই নির্যাতিতা