বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে নিজেকে বেশ খোলামেলা অবতারে মেলে ধরলেন বাংলা ধারাবাহিক জগতের এক নম্বর নায়িকা সৌমিতৃষা কুন্ডু। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নতুন কাজের কথাও সর্বসমক্ষে মেলে ধরলেন তিনি। এছাড়াও নিজের নানান ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষার কথা খোলা মনে দর্শকদের সাথে শেয়ার করতে দেখা গেল তাকে। আজকের আমাদের প্রতিবেদন অভিনেত্রীর এই বার্তালাপ নিয়েই।
বর্তমানে কাজের পাশাপাশি প্রত্যেকদিন ইন্টারনেটে তাকে নিয়ে নতুন কি খবর বের হলো এই ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন অভিনেত্রী। প্রেম-বিয়ে সম্পর্কিত রটনা ছাড়াও নবাগতা অভিনেত্রী সোমু সরকারের কাছে হেরে যাওয়া থেকে শুরু করে পর্দার জামাইবাবু সৌরভ চট্টোপাধ্যায়ের সাথে বিয়ে প্রসঙ্গে নানান ভুয়ো খবরের পর্দাফাঁস এদিন বার্তালাপে তুলে ধরেন। পেশাদারীক্ষেত্রে তিনি কখনোই প্রেম খোজেননা একথা স্পষ্টতই জানান অভিনেত্রী। এছাড়াও পর্দার নায়ক আদৃত তাকে “সালমান খান” বলে ডাকেন,কেননা আদৃতর মতে সৌমিতৃষার মধ্যে একটি পুরুষালী ব্যাপার রয়েছে।
তবে বাস্তবে বিয়ে ও ভালবাসার প্রসঙ্গে অভিনেত্রী জানান “সব করব কিন্তু বিয়ে করব না”। তবে অভিনেত্রীর বিয়ের প্রতি এমন অনীহার নেপথ্যে থাকা কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান পেশাকে কমিটমেন্ট বানিয়ে নিলে সেখান থেকে পুরস্কার জেতা যায় কিন্তু মানুষের প্রতি কমিটমেন্ট দিলে সেখান থেকে নিষ্ঠাবান হওয়ার জন্য পুরস্কৃত না পেতে পারেন তিনি অর্থাৎ নিজের “কমিটমেন্ট ফোবিয়া”র কথাও এদিন সর্বসমক্ষে স্পষ্টতই তুলে ধরেন অভিনেত্রী। এর নেপথ্যে অভিনেত্রীর বয়ান ,”হ্যাঁ,আমার এই ভয়টা আছে আমি জীবনে আর সমস্যা বাড়াতে চাইনা।”
অন্যদিকে,জি বাংলার বর্ষবরণ অনুষ্ঠানে সুপারস্টার দেবের কাছ থেকে প্রশংসা পেয়ে বেজায় আপ্লুত তিনি। এদিন ভরা মঞ্চে সর্বসমক্ষে দেব বলেন “সৌমিতৃষা আমার থেকেও বড় সুপারস্টার। কেননা ওকে আমার থেকেও বেশি লোকেরা চেনে” আর একথা শুনে রীতিমতো মেঘমুলুকে ভাসছেন মিঠাই রানী।
সাথে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে নিয়ে মিঠাই ধারাবাহিকের পেছনে অক্লান্ত পরিশ্রম প্রসঙ্গে তিনি জানান,”মাঝখানে যখন মিঠাই একনম্বরে ছিলনা তখনও দর্শকেরা একইভাবে ভালোবেসেছে মিঠাইকে, সব সহ্য করতে পারবো কিন্তু মিঠাই দেখতে ভালো লাগছে না এই কথা সহ্য করতে পারবো না।”- এযেন অভিনেত্রীর এদিন অকপট স্বীকারোক্তি অন্যদিকে সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা দেবের সাথে পরবর্তীকালে ওয়েব সিরিজে কাজ করার অনুসন্ধিৎসাও প্রকাশ করেছেন সৌমিতৃষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।